ঘোষণার আগেই দেওয়ালে নাম

সরকারিভাবে পুরসভার ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। দলীয় ভাবেও তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়নি। তবে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পুরসভায় তৃণমূলের প্রার্থী হিসেবে দেওয়াল লিখন হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৭ ০১:০২
Share:

আগেই: তৃণমূলের এই প্রার্থীর নামেই দেওয়াল লিখন। নিজস্ব চিত্র

সরকারিভাবে পুরসভার ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। দলীয় ভাবেও তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়নি। তবে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পুরসভায় তৃণমূলের প্রার্থী হিসেবে দেওয়াল লিখন হয়েছে।

Advertisement

পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হিসেবে আশিকুর রহমানের নাম ও দলীয় প্রতীক-সহ দেওয়াল লিখন হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁশকুড়ার ১৬ নম্বর ওয়ার্ডে গত পুরসভা নির্বাচনে বামফ্রন্ট প্রার্থী হিসেবে জিতেছিলেন জলি বেগম। পরে তিনি তৃণমূলে যোগ দেন। আসন্ন পুরসভার ভোটে তৃণমূলের প্রার্থী কে হবেন তা নিয়ে দলের অন্দরে যথেষ্ট জল্পনা রয়েছে।

Advertisement

এমন অবস্থায় তৃণমূলের প্রার্থী হিসেবে ওয়ার্ডের বিভিন্ন স্থানে দেওয়াল লিখন করেছে আশিকুর রহমান। তৃণমূল নেতা তথা পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আনিসুর রহমানের ভাই আশিকুর। দলীয়ভাবে ১৬ নম্বর ওয়ার্ডে আশিকুরের নাম প্রার্থী হিসেবে ঘোষণা না হলেও দেওয়াল লিখন করায় এলাকার চাঞ্চল্য ছড়িয়েছে।

আনিসুর রহমান অবশ্য বলেন, ‘‘পুরসভার নির্বাচনে কারা দলীয় প্রার্থী হবেন বেশীরভাগ ওয়ার্ডে তা প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে। তবে দলীয় প্রার্থী হিসেবে আশিকুরের নাম কোথাও লেখা হয়েছে কি না তা আমার জানা নেই।’’

তৃণমূল পরিচালিত পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান জাকিউর রহমান খান মঙ্গলবার বলেন, ‘‘দলীয়ভাবে প্রার্থী নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। এ নিয়ে দলের জেলা সভাপতিকে বিষয়টি জানিয়েছি।’’

তবে দেওয়াল লিখনের ঘটনার কথা স্বীকার করে পাঁশকুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নবকুমার ভট্টাচার্য বলেন, ‘‘দলীয়ভাবে প্রার্থী ঘোষণা না হলেও ১৬ নম্বর ওয়ার্ডে দলের প্রার্থী হিসেবে আশিকুর রহমানের নাম প্রাথিমকভাবে সিদ্ধান্ত হয়েছে। তাই হয়তো সে দেওয়াল লিখন করেছে। দলীয় বৈঠকে এ বিষয়ে চূড়ান্তভাবে ঘোষণা হওয়ার সম্ভবনা রয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement