TMC

Sheikh Sufiyan: শেখ সুফিয়ানের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের সিবিআইয়ের, চক্রান্ত বলছে তৃণমূল

খুনের মামলায় সুফিয়ানের আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। এর পরই সিবিআইয়ের নতুন মামলার খবর প্রকাশ্যে এল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২২ ১৬:২৭
Share:

নয়া মামলা শেখ সুফিয়ানের বিরুদ্ধে। —ফাইল চিত্র।

ফের সিবিআই কাঁটায় বিদ্ধ হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান। রাজ্যে বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে বিজেপিকর্মী খুনের অভিযোগে সুপ্রিম কোর্টে সদ্য অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন তিনি। এ বার জানা গেল, তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলাও দায়ের করেছে সিবিআই।

Advertisement

সিবিআই সূত্রে জানা গিয়েছে, ধর্ষণের ওই মামলায় সুফিয়ান-সহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলেছেন সুফিয়ান। তাঁর কথায়, “সিবিআই একটি মিথ্যা মামলা সাজিয়েছে। গত ২ ফেব্রুয়ারি সিবিআই অফিসে ধর্ষণের মামলা করা হয়েছে বলে খবর পেয়েছি। প্রায় ১০ মাস আগে, গত বছর ভোটের পরের দিনের একটি সাজানো ঘটনায় আমাকে জড়ানোর চেষ্টা হচ্ছে। এ সবই শুভেন্দুর কারসাজি। আমাকে যেন তেন প্রকারে জেলে ভরার ফন্দি আঁটছেন উনি। তবে এ সব করে কোনও লাভ হবে না।”

নন্দীগ্রামে মমতার নির্বাচনী এজেন্ট সুফিয়ানের নাম জড়িয়েছে ভোট পরবর্তী হিংসা মামলাতেও। ভোটের ফল প্রকাশের পরের দিন নন্দীগ্রামের বিজেপি কর্মী দেবব্রত দাসকে পিটিয়ে খুনের ঘটনায় মূল অভিযুক্তের তালিকায় রয়েছে তাঁর নাম। ওই মামলায় সুফিয়ানের জামাই-সহ ১২ জন তৃণমূল নেতা-কর্মী এখন জেলে রয়েছে। তবে বুধবার সুপ্রিম কোর্ট ওই মামলায় সুফিয়ানের আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে। এর পরেই সিবিআইয়ের নতুন মামলার খবর প্রকাশ্যে এল। সুফিয়ানের বক্তব্য, ‘‘যতই মিথ্যে মামলায় আমাকে ফাঁসানোর চেষ্টা হোক না কেন আমি আইনের উপরে আস্থা রেখেছি। এই ধরনের চক্রান্তের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন