রেলশহরে সিসি ক্যাম, কন্ট্রোলরুম দেখল পুলিশ

রেলশহরে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। শনিবার দুপুরে খড়্গপুর পুরসভায় গিয়ে সেই সিসিটিভি ক্যামেরার কন্ট্রোলরুম সরেজমিনে খতিয়ে দেখলেন পুলিশ আধিকারিকেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৭ ০১:৩৪
Share:

রেলশহরে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। শনিবার দুপুরে খড়্গপুর পুরসভায় গিয়ে সেই সিসিটিভি ক্যামেরার কন্ট্রোলরুম সরেজমিনে খতিয়ে দেখলেন পুলিশ আধিকারিকেরা।

Advertisement

রেলশহরকে সুরক্ষিত করতে প্রতিটি মোড়ে সিসিটিভি ক্যামেরা বসাচ্ছে পুরসভা। সেই কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে ইতিমধ্যেই বিভিন্ন মোড়ে বসানো সিসিটিভি ক্যামেরা। পুরসভায় খোলা হয়েছে কন্ট্রোলরুম। এছাড়াও খড়্গপুর টাউন থানায় কন্ট্রোলরুম গড়ার কাজ চলছে। এই দুই কন্ট্রোলরুম থেকেই সিসিটিভির মাধ্যমে শহরে নজরদারি চালানো হবে। খুব দ্রুত এই ক্যামেরাগুলি জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে উদ্বোধন করা হবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।

তার আগে এ দিন সেই কাজে কোনও ফাঁক রয়েছে কি না তা খতিয়ে দেখতে পুরসভায় আসেন খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াই রঘুবংশী। ছিলেন এসডিপিও সন্তোষ মণ্ডল ও আইসি জ্ঞানদেওপ্রসাদ সাউ। এ দিন তাঁরা পুরসভার কন্ট্রোলরুমে গিয়ে সিসিটিভির ছবি দেখেন। সেই সঙ্গে কোনও মোড়ের কোনও অংশ সিসিটিভির আওতা থেকে বাদ থেকে যাচ্ছে কিনা সেটা দেখারও পরামর্শ দেন তাঁরা।

Advertisement

খড়্গপুরের পুরপ্রধান প্রদীপ সরকার এ দিন বলেন, “সিসিটিভির দু’টি কন্ট্রোলরুম খোলা হচ্ছে। এছাড়াও মোবাইল অ্যাপে নির্দিষ্ট কয়েকজন সব সিসিটিভির ফুটেজ দেখতে পারবেন। ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে এগুলি চালু করা হয়েছে। তা দেখে অতিরিক্ত পুলিশ সুপার যে সব পরামর্শ দিয়েছেন, সেগুলি আমরা সাধ্যমতো মানার চেষ্টা করব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন