আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর সভা

ঠিক এক বছর আগে নন্দীগ্রামে প্রশাসনিক সভা আর দিঘায় প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপর বিধানসভা নির্বাচনে জেলার তিনটি আসন হারিয়েছিল শাসক। আর এ বার তমলুক লোকসভার উপ-নির্বাচনে ওই তিন বিধানসভাই পুনরুদ্ধার করেছে তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৬ ০০:১৩
Share:

ঠিক এক বছর আগে নন্দীগ্রামে প্রশাসনিক সভা আর দিঘায় প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপর বিধানসভা নির্বাচনে জেলার তিনটি আসন হারিয়েছিল শাসক। আর এ বার তমলুক লোকসভার উপ-নির্বাচনে ওই তিন বিধানসভাই পুনরুদ্ধার করেছে তৃণমূল। বিপুল ভোটে জিতেছে তমলুক আসনটিও। তারপরই ফের পূর্ব মেদিনীপুর সফরে আসছেন মমতা। আজ, বুধবার তাপবিদ্যুৎ কেন্দ্র উপনগরীতে প্রশাসনিক বৈঠক করবেন তিনি।

Advertisement

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বলাকা সভাগৃহে জেলার উন্নয়ন কাজের পর্যালোচনার পর সংলগ্ন কেটিপিপি ফুটবল ময়দানে প্রশাসনিক সভা করবেন। মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে কোলাঘাটে আসবেন। সভা সেরে কপ্টারেই কলকাতা ফেরার সম্ভাবনা। জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক ও সভার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।’’

গত এক বছরে জেলায় বিভিন্ন কাজের উন্নয়ন খতিয়ান, কাজের সচিত্র নমুনা তুলে ধরা হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে। দিঘা, মন্দারমণি, তাজপুর পর্যটন কেন্দ্রের উন্নয়ন ও সৌন্দর্যায়ন কাজ, ছাত্রছাত্রীদের আবাস নির্মাণ, স্বাস্থ্যকেন্দ্র, পানীয় জল প্রকল্প রূপায়ণের খতিয়ান তুলে ধরা হবে। জেলা প্রশাসন দীক্ষা প্রকল্পে কাজ শুরু করেছে। তাতে প্রাথমিক স্কুলে প্রশাসন ও পুলিশের আধিকারিকরা স্কুলে গিয়ে পড়াচ্ছেন। সে বিষয়টিও মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরা হবে। সবুজ সাথীর সাইকেল বিলি, নতুন কিছু কাজের শিলান্যাসও করবেন মুখ্যমন্ত্রী।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন