শিশুকে যৌন নির্যাতন, দশ বছরের কারাদণ্ড

ছ’বছরের এক শিশুর উপর যৌন নিযার্তনের দায়ে এক যুবককে দশ বছরের কারাদণ্ডের আদেশ দিলেন বিচারক

Advertisement

নিজস্ব সংবাদাতা

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৩৬
Share:

আদালতে অভিযুক্ত। নিজস্ব চিত্র।

ছ’বছরের এক শিশুর উপর যৌন নিযার্তনের দায়ে এক যুবককে দশ বছরের কারাদণ্ডের আদেশ দিলেন বিচারক। বৃহস্পতিবার ঘাটালের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক দেবপ্রসাদ নাথ অভিযুক্ত মনোরঞ্জন দোলইকে এই নির্দেশ দেন। মনোরঞ্জন দাসপুর থানা এলাকার বাসিন্দা।

Advertisement

ঘটনাটি ২০১২ সালের ৩০ জানুয়ারির। ওই দিন দুপুরে মনোরঞ্জন পড়শি ওই শিশুর বাড়িতে যায়। শিশুটির সঙ্গে কিছুক্ষণ খেলার পর চকোলেট দেওয়ার অছিলায় শিশুটিকে বাড়ির ছাদে নিয়ে গিয়ে ধর্ষণ করে সে। শিশুটি চিৎকার করায় ঘটনার কথা জানাজানি হয়। পরিজনেরা শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় নাড়াজোল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফেরে ওই শিশুটি। সরকার পক্ষের আইনজীবী তপন ভট্টাচার্য বলেন, “শুনানির পর গত মঙ্গলবার মনোরঞ্জনকে দোষী সাব্যস্ত করেন বিচারক।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement