‘নব্য’ তৃণমূল কর্মীরা পুরনোদের উপর এখন হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সঞ্জয়-শিবিরের আর এক নেতা মুন্না পড়িয়া। নিজস্ব চিত্র।
আবারও উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের কেশপুর। জগন্নাথপুরের তৃণমূলকর্মী বাবলু ঘোষের অভিযোগ, সদ্য বিজেপি থেকে ঘাসফুল শিবিরে যোগ দেওয়া একদল কর্মী হামলা চালিয়েছে তাঁর উপর। ওই ঘটনায় গুরুতর জখম হয়েছেন বাবলু। তাঁকে সঙ্গে সঙ্গে মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়।
বাবলু জানান, শনিবার রাতে জমিতে কাজ করে বাড়ি ফেরার সময় কেশপুর ব্লকের আনন্দপুর থানার পাউসা গ্রামে তাঁর উপর হামলা চালায় সদ্য বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া কয়েক জন। হাসপাতাল সূত্রে খবর, কপালে ও নাকে আঘাত রয়েছে বাবলুর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেশপুর ব্লকের প্রাক্তন সভাপতি সঞ্জয় পানের সঙ্গে বর্তমান সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠীর দীর্ঘ দিন ধরেই টানাপড়েন চলছে। সঞ্জয়-গোষ্ঠীর সমর্থক স্থানীয় অঞ্চল সভাপতি বিশ্বজিৎ বরদলোইয়ের সঙ্গে থাকেন বাবলু। তাই তাঁর উপর হামলা চালানো হয়েছে বলে দাবি বাবলুর।
‘নব্য’ তৃণমূলকর্মীরা পুরনোদের উপর এখন হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সঞ্জয়-শিবিরের আর এক নেতা মুন্না পড়িয়া। বিষয়টি সম্পর্কে সর্বোচ্চ নেতৃত্বকেও জানানো হয়েছে বলে তাঁর দাবি।
এ ব্যাপারে কেশপুরের তৃণমূল বিধায়ক ততা রাজ্যের মন্ত্রী শিউলি সাহা বলেন, ‘‘কী হয়েছে, খোঁজ নিয়ে দেখছি।’’