দোল উৎসব ঘিরে সংঘর্ষ, গ্রেফতার

দোল উৎসবকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাঁধল কোলাঘাটের পাকুড়িয়া গ্রামে। বুধবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৬ ০১:১১
Share:

দোল উৎসবকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাঁধল কোলাঘাটের পাকুড়িয়া গ্রামে। বুধবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোলাঘাটের পাকুড়িয়া গ্রামে রাধামাধব জীউ মন্দিরের কাছে দোলকে কেন্দ্র করে বুধবার সকালে জড়ো হওয়া গ্রামবাসীদের মধ্যে প্রথমে বচসা বাঁধে। এরপর গ্রামবাসীদের মধ্যে দু’টি দলে ভাগ হয়ে লাঠি-সোটা নিয়ে সংঘর্ষ বাঁধে। এতে কয়েক’জন গ্রামবাসী আহত হয় বলে অভিযোগ।

ঘটনার খবর পেয়ে কোলাঘাট থানার পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছে। ঘটনার বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। এলাকায় পুলিশি টহলও চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement