Drowning

স্নান করতে গিয়ে কাঁসাইয়ে ডুবে মৃত্যু নবম শ্রেণির ছাত্রের

কাঁসাই নদীতে স্নান করতে গিয়ে মৃত্যু হল নবম শ্রেণির এক ছাত্রের। মৃত ছাত্রের নাম রানা দাস (১৫)। মেদিনীপুর শহরের মল্লিকচক এলাকার বাসিন্দা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৩ ১৭:২২
Share:

—প্রতীকী ছবি।

কাঁসাই নদীতে স্নান করতে গিয়ে মৃত্যু হল নবম শ্রেণির এক ছাত্রের। মৃত ছাত্রের নাম রানা দাস (১৫)। মেদিনীপুর শহরের মল্লিকচক এলাকার বাসিন্দা। রবিবার দুপুরে খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ গিয়ে উদ্ধার করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ছুটির দিনে টিউশনি থেকে বাড়ি ফেরার পথে তিন বন্ধু একসঙ্গে নদীতে স্নান করতে গিয়েছিল। রবিবার দুপুরে মেদিনীপুর শহর সংলগ্ন কাঁসাই নদীর অ্যানিকেট ঘাট এলাকায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে যায় বলে জানতে পারে পুলিশ। মৃত ছাত্র বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালক বিভাগের নবম শ্রেণির ছাত্র। নদীতে স্নান করতে নেমে তলিয়ে যাচ্ছে দেখতে পেয়ে স্থানীয়েরা উদ্ধারের জন্য হাতে লাগায়। দু’জন ছাত্রকে উদ্ধার করা গেলেও এক জন তলিয়ে যায়। ডুবুরি নামিয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় জল থেকে তুলে আনা হয় মৃত ছাত্রের দেহ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement