অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর নালিশ

ওই বৃদ্ধাকে এ দিন সকালে মেদিনীপুরের এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। দুপুরে তাঁকে মেদিনীপুর মেডিক্যালে আনা হয়। বৃদ্ধার তখন শ্বাসকষ্ট হচ্ছিল। বিকেলে তিনি মারা যান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ০২ জুলাই ২০১৭ ০১:০০
Share:

ফের চিকিৎসার অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ উঠল মেদিনীপুর মেডিক্যালে। শনিবার বিকেলে হাসপাতালে মারা যান হাসিনা খাতুন (৭২)। তাঁর বাড়ি কেশপুরের শশাগেড়িয়ায়। অক্সিজেনের অভাবে বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিজনেদের। হাসপাতালে লিখিত অভিযোগও জানানো হয়েছে। হাসপাতাল সুপার তন্ময়কান্তি পাঁজা বলেন, “অভিযোগ পেয়েছি। ঠিক কী হয়েছে দেখছি।’’ তাঁর আশ্বাস, “সব দিক খতিয়ে দেখে এ ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থাই নেওয়া হবে।’’

Advertisement

ওই বৃদ্ধাকে এ দিন সকালে মেদিনীপুরের এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। দুপুরে তাঁকে মেদিনীপুর মেডিক্যালে আনা হয়। বৃদ্ধার তখন শ্বাসকষ্ট হচ্ছিল। বিকেলে তিনি মারা যান। হাসিনার জামাই নিজামুদ্দিন মল্লিক বলেন, “শ্বাশুড়ির প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল। তাও ভর্তির পরে অক্সিজেন দেওয়া হয়নি। অক্সিজেন যখন দেওয়া হল, ততক্ষণে শ্বাশুড়ি মারা গিয়েছেন।’’ মেদিনীপুর মেডিক্যালে চিকিৎসার অবহেলায় রোগী মৃত্যুর নালিশ নতুন নয়। রক্তের অভাবে রোগী মৃত্যুর অভিযোগ ঘিরেও শোরগোল পড়েছে মেদিনীপুর মেডিক্যালে। এ বার অক্সিজেনের অভাবে মৃত্যুর নালিশ। মৃতার জামাই নিজামুদ্দিন বলছিলেন, “মেদিনীপুরের মতো বড় হাসপাতালে এমন ঘটনা কেন ঘটবে?’’

জেলার সবথেকে বড় সরকারি হাসপাতাল এই মেদিনীপুর মেডিক্যাল। অথচ, এই হাসপাতালের পরিকাঠামো নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। মাঝেমধ্যেই চিকিত্‌সার অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ এখানে শোরগোল পড়ে। হাসপাতালের এক কর্তার আশ্বাস, “প্রয়োজনে এ ক্ষেত্রে তদন্ত কমিটি গড়া হবে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন