Midnapore Murder Case

গলা টিপে মেরেছিলেন ৭ বছরের বালককে! গড়বেতার যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

নিখোঁজের দিন আশপাশের কয়েকটি শিশুর সঙ্গে খেলছিল ৭ বছরের অনিমেষ লহবর। সেই সময় সেখানে সাইকেল নিয়ে হাজির হন স্বদেশ লহবর। তিনি অনিমেষকে ঘোরানোর নাম করে ডেকে নিয়ে গিয়ে খুন করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১৬:০৬
Share:

—প্রতীকী চিত্র।

সাত বছরের বালককে খুনে দোষী সাব্যস্ত হয়েছেন শুক্রবারই। শনিবার গড়বেতার বাসিন্দা স্বদেশ লহবরকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন মেদিনীপুর আদালতের ফাস্ট ট্র্যাক ফাস্ট কোর্টের বিচারক সুব্রত ঘোষ। একই সঙ্গে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ৬ মাসের কারাবাসের নির্দেশ দিল আদালত।

Advertisement

২০২১ সালের ডিসেম্বরে খুন হয় সাত বছরের অনিমেষ লহবর। শিশুটি নিখোঁজ হয়ে যাওয়ার পাঁচ দিন পরে গড়বেতা থানার গড়বেরিয়ার জঙ্গল থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ। খুনের ধারায় মামলা রুজু হয়। ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসে শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাকে।

নিখোঁজের দিন আশপাশের কয়েকটি শিশুর সঙ্গে খেলছিল অনিমেষ। সেই সময় সেখানে সাইকেল নিয়ে হাজির হন স্বদেশ নামে গ্রামের এক যুবক। তিনি অনিমেষকে ঘোরানোর নাম করে ডেকে নিয়ে গিয়ে খুন করেন। শনিবার সরকারি আইনজীবী শীর্ষেন্দু মাইতি বলেন, ‘‘শিশু খুনের ঘটনায় শিশু দিবসে আসামিকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করেন বিচারক। শনিবার তাঁকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসক, পুলিশ-সহ ১৫ জন সাক্ষী ছিলেন এই মামলায়। সাক্ষ্যদান করে তিনটি নাবালকও। তারা সে দিন অনিমেষের সঙ্গে খেলছিল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement