পিপলস‌্ কো-অপারেটিভ ব্যাঙ্ক

ভোটাভুটি এড়িয়ে বোর্ড গঠন সমবায় ব্যাঙ্কে

মেদিনীপুরের পিপলস্ কো- অপারেটিভ ব্যাঙ্কের নতুন বোর্ড গঠন হল বুধবার। চেয়ারম্যান হয়েছেন সুকুমার পড়্যা, ভাইস- চেয়ারম্যান সঞ্জীত সরকার। এদিন নির্বাচিত ডিরেক্টরদের শপথবাক্য পাঠ করান অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার কৌশিক চক্রবর্তী। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার নেওয়ার পর সুকুমারবাবু বলেন, “এই ব্যাঙ্ক মানুষের জন্য কাজ করবে।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৫ ০০:০৪
Share:

নতুন চেয়ারম্যানকে সংবর্ধনা।

মেদিনীপুরের পিপলস্ কো- অপারেটিভ ব্যাঙ্কের নতুন বোর্ড গঠন হল বুধবার। চেয়ারম্যান হয়েছেন সুকুমার পড়্যা, ভাইস- চেয়ারম্যান সঞ্জীত সরকার। এদিন নির্বাচিত ডিরেক্টরদের শপথবাক্য পাঠ করান অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার কৌশিক চক্রবর্তী। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার নেওয়ার পর সুকুমারবাবু বলেন, “এই ব্যাঙ্ক মানুষের জন্য কাজ করবে।”

Advertisement

ব্যাঙ্কের বোর্ড গঠনকে কেন্দ্র করেও এদিন তৃণমূলের আভ্যন্তরীন কোন্দল সামনে চলে আসে। বিক্ষুব্ধ গোষ্ঠী পাল্টা প্যানেল দেওয়ার তোড়জোড় শুরু করে। সেই খবর পেতেই নড়েচড়ে বসে অন্য গোষ্ঠী। কেমন? দলেরই এক সূত্রে খবর, মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতির উপস্থিতিতে ঠিক হয়েছিল যে প্যানেল জমা দেওয়া হবে সেখানে চেয়ারম্যান হিসেবে সুকুমারবাবু, ভাইস- চেয়ারম্যান হিসেবে সঞ্জীতবাবুর নাম প্রস্তাব করা হবে। অন্যদিকে, চেয়ারম্যান- প্যানেলের তিন প্রতিনিধি হিসেবে চন্দন দাস, নিরঞ্জন দাস এবং তাপস সরকারের নাম প্রস্তাব করা হবে। এদিন বিক্ষুব্ধ গোষ্ঠী পাল্টা প্যানেল দেওয়ার তোড়জোড় শুরু করে। সেখানে চেয়ারম্যান হিসেবে চন্দন দাস, ভাইস চেয়ারম্যান হিসেবে সঞ্জীতবাবুর নাম প্রস্তাব করা নিয়ে প্রাথমিক আলোচনাও হয়। এরপরই পরিস্থিতি জটিল হয়। নতুন বোর্ড গঠন উপলক্ষে এদিন সকালে ব্যাঙ্কের অডিটোরিয়ামেই এক সভা হয়। সেখানে উপস্থিত ছিলেন শহর তৃণমূল নেতা তথা উপপুরপ্রধান জিতেন্দ্রনাথ দাস, দলের জেলা নেতা অলোক আচার্য প্রমুখ। পরিস্থিতি দেখে উপস্থিত তৃণমূল নেতৃত্ব আলোচনায় বসেন। এরফলেই ভোটাভুটি এড়ানো যায়। বিক্ষুব্ধ গোষ্ঠীকে পাল্টা প্যানেল জমা দেওয়া থেকে বিরত করা হয়। চেয়ারম্যান- প্যানেলেও পরিবর্তন আনা হয়। ঠিক হয়, এই প্যানেলের তিন প্রতিনিধি হিসেবে চন্দন দাস, সুব্রত বসু এবং স্নেহাশিস ভৌমিকের নাম প্রস্তাব করা হবে। সেই মতোই সব হয়। নির্বাচিত ডিরেক্টরদের শপথবাক্য পাঠ হওয়ার পর নতুন বোর্ডের চেয়ারম্যান হিসেবে সুকুমারবাবুর নাম প্রস্তাব করেন চন্দন দাস। ভাইস- চেয়ারম্যান হিসেবে সঞ্জীতবাবুর নাম প্রস্তাব করেন সৌরভ বসু। এবং চেয়ারম্যান- প্যানেলের প্রতিনিধি হিসেবে চন্দন দাস, সুব্রত বসু এবং স্নেহাশিস ভৌমিকের নাম প্রস্তাব করেন সুকুমারবাবু। সর্বসম্মতিক্রমে সব প্রস্তাব পাশ হয়। তৃণমূল নেতৃত্ব অবশ্য ব্যাঙ্কের বোর্ড গঠনকে কেন্দ্র করে দলের আভ্যন্তরীন কোন্দল প্রকাশ্যে এসেছে বলে মানতে নারাজ। শহর শহর তৃণমূল নেতা তথা উপপুরপ্রধান জিতেন্দ্রনাথবাবু, দলের জেলা নেতা অলোকবাবুদের দাবি, “দলের মধ্যে কোনও কোন্দল নেই। আলোচনার মাধ্যমেই সব কিছু হয়েছে। সামান্য একটা সমস্যা দেখা দিয়েছিল। মতবিরোধ নয়। তাও আলোচনার মাধ্যমে মিটে গিয়েছে!”

গত ২২ ফেব্রুয়ারি মেদিনীপুর শহরের পিপলস্ কো- অপারেটিভ ব্যাঙ্কের পরিচালন সমিতির নির্বাচন হয়। দীর্ঘদিন ধরে বামেদের দখলে থাকা এই সমিতির দখল নেয় তৃণমূল।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন