সন্তোষের অসন্তোষ

রেগে লাল সন্তোষ রাণা! ফোনে এক কর্মীকে ধমকে উঠলেন, “সাংগঠনিক দলে এই বিচ্যুতি কেন!” মেদিনীপুরের প্রার্থী হিসেবে সিপিআইয়ের জেলা সম্পাদক সন্তোষবাবুর নাম ঘোষণা হয়েছে বৃহস্পতিবার বিকেলে।

Advertisement
শেষ আপডেট: ১১ মার্চ ২০১৬ ০১:৩৫
Share:

রেগে লাল সন্তোষ রাণা! ফোনে এক কর্মীকে ধমকে উঠলেন, “সাংগঠনিক দলে এই বিচ্যুতি কেন!” মেদিনীপুরের প্রার্থী হিসেবে সিপিআইয়ের জেলা সম্পাদক সন্তোষবাবুর নাম ঘোষণা হয়েছে বৃহস্পতিবার বিকেলে। তার আগে বুধবার সন্ধ্যাতেই খবরটা চাউর হয়েছিল। বৃহস্পতিবার সকালে তাঁর নাম লেখা হয়ে যায় খাস দলের মেদিনীপুর লোকাল কমিটির কার্যালয়ের দেওয়ালে! তাই অসন্তুষ্ট হন সন্তোষবাবু। শহরের এক সিপিআই কর্মীর কথায়, “সন্তোষদাই প্রার্থী হচ্ছেন, তা আমরা বুধবার বিকেলে জানতে পারি। তারপরই অত্যুত্‌সাহী কিছু কর্মী দেওয়াল লেখা শুরু করে দেয়। একটা ভুল হয়ে গিয়েছে। সন্তোষদাও নিশ্চয়ই ব্যাপারটা বুঝেছেন!”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement