জিতেই তিনটি বাম কার্যালয় দখল তৃণমূলের

উপ-নির্বাচনে জয়ের পরই বাম দলীয় কার্যালয় দখলের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সিপিএমের লাল দূর্গ হলদিয়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে মঙ্গলবার তৃণমুল যুব কংগ্রেস নেতা অসগর আলির নেতৃত্বে তিনটি দলীয় কার্যালয়ে তৃণমূলের পতাকা টাঙিয়ে দেওয়া হয় বলে স্থানীয় সূত্রে খবর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৬ ০০:০৩
Share:

বাম কার্যালয়ে উড়ছে তৃণমূলের পতাকা। নিজস্ব চিত্র।

উপ-নির্বাচনে জয়ের পরই বাম দলীয় কার্যালয় দখলের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

Advertisement

সিপিএমের লাল দূর্গ হলদিয়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে মঙ্গলবার তৃণমুল যুব কংগ্রেস নেতা অসগর আলির নেতৃত্বে তিনটি দলীয় কার্যালয়ে তৃণমূলের পতাকা টাঙিয়ে দেওয়া হয় বলে স্থানীয় সূত্রে খবর। এই তিনটি পার্টি অফিস রয়েছে ১৭ নম্বর ওয়ার্ডের বনবিষ্ণুপুর, বালুঘাটা এবং ব্রজবিনোদচকে।

মঙ্গলবারই তমলুক লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচনের ফল বেরিয়েছে। হলদিয়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে ১ হাজার ৪৪৭টি ভোটে এগিয়েছিল তৃণমূল। আর তারপরই এমন ঘটনা।

Advertisement

মঙ্গলবার ফল ঘোষণার পরই স্থানীয় তৃণমূল নেতা-কর্মী সমর্থকরা জয়োল্লাস করতে করতে হাজির হয় ওই কার্যালয়গুলোতে। তারপরই ওই বাম কার্যালয়গুলির তালা ভেঙে দেওয়া হয়। অসগের দাবি, ‘‘বহুদিন ওই ঘর পড়ে ছিল। তাই ওই ঘরে কয়েকজন দরিদ্র মানুষকে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।’’ কিন্তু এটা তো আইনবিরোধী। আর উত্তর দেননি এই যুব নেতা। তবে একটু ভেবে তাঁর সংযোজন, ‘‘বালুঘাটার কার্যালয়ে এখনও কাউকে থাকতে দেওযা হয়নি।’’

হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলের অভিযোগ, ‘‘ক্ষমতায় আসার পর থেকেই দলীয় কার্যালয় দখলের রাজনীতি করছে তৃণমূল। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না।’’

তবে হলদিয়ার পুরপ্রধান দেবপ্রসাদ মণ্ডলের দাবি, ‘‘এমন ঘটনা শুনিনি। তবে এমন হয়ে থাকলে ঠিক হয়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’’

তবে মঙ্গলবার রাত পর্যন্ত পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগ এলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement