সুন্দরপুরে দেবের সান্ত্বনা

এর পর দেব বিকেল ৫টা নাগাদ চলে যান বলরামগড় হাইমাদ্রাসায়। সেখানে এক ইফতার পার্টিতে যোগ দেন। প্রায় মিনিট ৪৫ সেখানে কাটান। ঘাটালের বিধায়ক শঙ্কর দলুই-সহ তৃণমূল নেতাদের কাছে এলাকা উন্নয়নের খোঁজ নেন। বন্যা ঠেকাতে আগাম প্রস্তুতি নিয়ে কথা বলেন বিধায়কের সঙ্গে

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঘাটাল শেষ আপডেট: ২৩ জুন ২০১৭ ০০:৪১
Share:

পাশে: ফতেমা বিবির ছেলেকে সান্ত্বনা দেবের। নিজস্ব চিত্র

বুধবার রাতে দেহ ফিরেছিল সুন্দরপুরে। বৃহস্পতিবার দুপুরে শেষকৃত্য সম্পন্ন হল ফতেমা বিবির। এ দিনই তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে আসেন ঘাটালের সাংসদ অভিনেতা দেব। ফতেমা বিবির বড় ছেলে ফরিদের সঙ্গে কথা বলেন। তাঁদের এক আত্মীয়া মর্জিয়া বিবি সাংসদের কাছে মূল অভিযুক্ত শেখ ইসমাইলকে দ্রুত ধরার দাবি জানান। দেব বলেন, ‘‘আমরা ওঁর পরিবারের পাশে আছি।’’

Advertisement

এর পর দেব বিকেল ৫টা নাগাদ চলে যান বলরামগড় হাইমাদ্রাসায়। সেখানে এক ইফতার পার্টিতে যোগ দেন। প্রায় মিনিট ৪৫ সেখানে কাটান। ঘাটালের বিধায়ক শঙ্কর দলুই-সহ তৃণমূল নেতাদের কাছে এলাকা উন্নয়নের খোঁজ নেন। বন্যা ঠেকাতে আগাম প্রস্তুতি নিয়ে কথা বলেন বিধায়কের সঙ্গে।

এ দিন দেব এসেছেন শুনে সর্বত্রই ভিড় জমে যায়। নায়কের নতুন ছবি চ্যাম্প মুক্তি পাচ্ছে আজ, শুক্রবার। ঘাটালের ভারতী হলে প্রথম দিনই যে সেই ছবি আসছে, শুনে খুশি হন দেব।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন