বাঁচতেই দিল্লিতে মমতা, কটাক্ষ

অন্য দলের স্বচ্ছ ভাবমূর্তির লোকেদের জন্য বিজেপির দরজা খোলা রয়েছে বলে জানালেন বিজেপির রাজ্য সভাপতি তথা বিধায়ক দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর নিয়েও কটাক্ষ করেন দিলীপবাবু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ২৯ মে ২০১৭ ০০:৪৮
Share:

মেদিনীপুরের সভায় দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র

অন্য দলের স্বচ্ছ ভাবমূর্তির লোকেদের জন্য বিজেপির দরজা খোলা রয়েছে বলে জানালেন বিজেপির রাজ্য সভাপতি তথা বিধায়ক দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর নিয়েও কটাক্ষ করেন দিলীপবাবু।

Advertisement

রবিবার মেদিনীপুরে দলের ওবিসি মোর্চার সভায় বিজেপি বিধায়ক দিলীপবাবু বলেন, “বাংলার চিন্তা নেই। উনি ওঁনার ভাইদের চিন্তায় মোদীর পা ধরতে গিয়েছেন। আরও যাবেন উনি। আমি তো বলছি, প্রতি মাসে যান আপনি। তাতে আপনার লাভ হবে কি না জানি না, যদি রাজ্যের লাভ হয়ে সেটাতেই আমরা খুশি।’’ তাঁর কটাক্ষ, “দিদির এখন খুব খারাপ সময় চলছে। মোদী বাঁচাতে পারেন। হিসেব না দিলে ওখান থেকে টাকা আসা বন্ধ হয়ে যাচ্ছে। তাই দিদিকে দিল্লি ছুটতে হচ্ছে। এর উপরে সিবিআই লেগেছে। তাই হাতে-পায়ে ধরে বাঁচার চেষ্টা করছেন।” বিজেপির রাজ্য সভাপতির কথায়, “আমাদের মুখ্যমন্ত্রী তিন বছর ধরে যাওয়ার সময় পাননি। এখন দৌড়োদৌড়ি করছেন মোদীর কাছে। কেউ বলছে, বিজেপির আন্দোলনটাকে ফিকে করার জন্য গিয়েছেন। আমি বলছি, উনি আমাদের আন্দোলনকে ফিকে করতে পারবেন না।”

মেদিনীপুরে বিজেপির ওবিসি মোর্চার রাজ্য কার্যকারিণী সভায় উপস্থিত ছিলেন দিলীপবাবু। দু’দিনের এই শিবির শেষ হয় রবিবার। প্রতি তিন মাস অন্তর সব মোর্চার এমন কার্যকারিণী সভা হয় বলে জানান বিজেপির রাজ্য সভাপতি। সভায় পঞ্চায়েত নির্বাচনের জন্য কর্মীদের প্রস্তুত হওয়ার নির্দেশ দেন তিনি। দিলীপবাবুর কথায়, “পঞ্চায়েত নির্বাচনটা আমাদের কাছে অ্যাসিড টেস্ট। আমরা এগোচ্ছি। দুর্নীতি ও অত্যাচার বন্ধ করতে হবে। বিজেপিকে লোকে দেখতে চাইছে। আমাদের থেকে আমাদের ছায়া বড় হয়ে যাচ্ছে। এই ছায়াকে ধরতে চাইছি আমরা।” দিলীপবাবু বলেন, “আগুন-রক্ত দিয়ে রাজনীতি হয় না। সিঙ্গুরে আগুন জ্বলেছে। নন্দীগ্রামে আগুন জ্বলেছে। তাতে হয়তো কোনও দলের লাভ হলেও সমাজের লাভ হয়নি। বাংলার রাজনীতিতে যবে থেকে আমরা পা রেখেছি তবে থেকে জানি আগুন আর রক্তের মধ্যে দিয়ে গিয়েই আমাদের লক্ষ্যে পৌঁছতে হবে। আমরা সেই ভাবেই এগোচ্ছি। যে গতিতে আমরা এগোচ্ছি তা বজায় রাখতে হবে।”

Advertisement

অন্য দলের স্বচ্ছ ভাবমূর্তির লোকেদের জন্য বিজেপির দরজা খোলা রয়েছে বলে জানান দলের রাজ্য সভাপতি। তাঁর কথায়, “আমরা কাউকে দলে টানার চেষ্টা করিনি। আগে অনেকে এসে ফিরে গিয়েছে। আমরা নিইনি। স্বচ্ছ ভাবমূর্তির লোকেদের আমরা দলে নেবো। এমন লোকেদের কেউ আসতে চাইলে অবশ্যই আসুন।” তাঁর সংযোজন, “অনেকে আমাদের কাছে আসতে চাইছেন। হয়তো তৃণমূলের ভয়ে আসতে পারছেন না। তবে এই ভয়ভীতি বেশি দিন থাকবে না।” পঞ্চায়েত নির্বাচনের জন্য কি দল প্রস্তুত? দিলীপবাবুর দাবি, “আমরা পুরোপুরি প্রস্তুত। সবাই মিলে বিজেপিকে ঠেকানোর চেষ্টা করছে। পারবে না।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন