উপ-পুরপ্রধান হিসেবে শপথ দীপেন্দ্রনারায়ণের

তমলুকের উপ-পুরপ্রধান পদে শপথ নিলেন দীপেন্দ্রনারায়ণ রায়। বুধবার দুপুরে পুরসভার অফিসের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দীপেন্দ্রনারায়ণবাবুকে শপথ বাক্য পাঠ করান নবনির্বাচিত পুরপ্রধান রবীন্দ্রনাথ সেন। ২০ আসন বিশিষ্ট তমলুক পুরসভায় এ বার ১৬ টি আসন জিতে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল। এছাড়াও বিরোধী এক নির্দল কাউন্সিলর সোমবার তৃণমূলে যোগ দিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০১৫ ০০:৪৭
Share:

উপ-পুরপ্রধানকে শুভেচ্ছা।

তমলুকের উপ-পুরপ্রধান পদে শপথ নিলেন দীপেন্দ্রনারায়ণ রায়। বুধবার দুপুরে পুরসভার অফিসের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দীপেন্দ্রনারায়ণবাবুকে শপথ বাক্য পাঠ করান নবনির্বাচিত পুরপ্রধান রবীন্দ্রনাথ সেন। ২০ আসন বিশিষ্ট তমলুক পুরসভায় এ বার ১৬ টি আসন জিতে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল। এছাড়াও বিরোধী এক নির্দল কাউন্সিলর সোমবার তৃণমূলে যোগ দিয়েছেন। মঙ্গলবার পুরসভার কাউন্সিলরদের শপথ গ্রহণের পরে পুরপ্রধান পদে নির্বাচিত হন তৃণমূলের রবীন্দ্রনাথ সেন। ওইদিনই পুরপ্রধান পদে শপথ নেন রবীন্দ্রনাথবাবু। এরপর বুধবার পুরপ্রধান রবীন্দ্রনাথবাবু দলেরই কাউন্সিলর দীপেন্দ্রনারায়ণ রায়কে উপ-প্রধান পদে মনোনীত করেন। এ দিন পুরসভার সভাকক্ষে কাউন্সিলরদের উপস্থিতিতে শপথ নেন দীপেন্দ্রনারায়ণবাবু। উল্লেখ্য, আগের বার পুরবোর্ডেও উপ-পুরপ্রধান পদে ছিলেন দীপেন্দ্রনারায়ণবাবু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement