Drowning Death

খেলতে খেলতে দুর্ঘটনা! পশ্চিম মেদিনীপুরে পুকুরে ডুবে মৃত্যু দুই শিশুর

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই বুধবার অভিজিতের বাবা অর্জুন মান্ডি ও তাঁর স্ত্রী দু’বছরের ছেলেকে বাড়িতে বৃদ্ধা ঠাকুমার কাছে রেখে চাষের কাজে যান। দুপুরে প্রতিবেশী মিঠুন হাঁসদার তিন বছরের মেয়ে সঙ্গীতার সঙ্গে খেলা করছিল অভিজিৎ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ০১:৫৩
Share:

— প্রতীকী চিত্র।

খেলতে গিয়ে পুকুরের জলে ডুবে মৃত্যু হল দুই শিশুর। পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার তুতরাঙ্গা গ্রাম পঞ্চায়েতে আস্তি গ্রামের ঘটনা। মৃত দুই শিশুর নাম অভিজিৎ মান্ডি (২) এবং সঙ্গীতা হাঁসদা (৩)।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই বুধবার অভিজিতের বাবা অর্জুন মান্ডি ও তাঁর স্ত্রী দু’বছরের ছেলেকে বাড়িতে বৃদ্ধা ঠাকুমার কাছে রেখে চাষের কাজে যান। দুপুরে প্রতিবেশী মিঠুন হাঁসদার তিন বছরের মেয়ে সঙ্গীতার সঙ্গে খেলা করছিল অভিজিৎ। বাড়ির সকলের অলক্ষ‍ে কখন ওই দু’জন বাড়ির পিছনের পুকুরে নেমে যায় সেটা কেউ বুঝতে পারেননি। অনেক ক্ষণ মেয়েকে দেখতে না-পেয়ে খোঁজ করতে বেরোন সঙ্গীতার মা। খানিক পরে পুকুরে সঙ্গীতার জামা ভাসতে দেখে তার মা। আর তখনই পুকুরে নেমে তল্লাশি চালালে দু’জনের নিথর দেহ উদ্ধার হয়। তড়িঘড়ি প্রতিবেশীরা বেলদা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নামে এলাকায়। খবর দেওয়া হয় বেলদা থানায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement