কাঁসাইয়ের পাশে নয়া ইকোপার্ক মণিদহে

কংসাবতীর পাশে একফালি জায়গা। সেখানেই গড়ে উঠছে নতুন ইকোপার্ক। মেদিনীপুর সদর ব্লকের মণিদহে ইকোপার্ক গড়ার কাজ এখন শেষের পথে। কয়েকটি ধাপে পরিকাঠামো গড়ার কাজ হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৬ ২৩:৩৮
Share:

চলছে পার্ক তৈরির কাজ। — নিজস্ব চিত্র।

কংসাবতীর পাশে একফালি জায়গা। সেখানেই গড়ে উঠছে নতুন ইকোপার্ক। মেদিনীপুর সদর ব্লকের মণিদহে ইকোপার্ক গড়ার কাজ এখন শেষের পথে। কয়েকটি ধাপে পরিকাঠামো গড়ার কাজ হবে। প্রথম ধাপের কাজ চলতি মাসে শেষ হওয়ার কথা। এরপরই পার্ক খুলে দেওয়া হবে পর্যটকদের জন্য।

Advertisement

মেদিনীপুরের (সদর) মহকুমাশাসক দীননারায়ণ ঘোষ বলেন, “ওই পার্ক সাজিয়ে তোলার পরিকল্পনা রয়েছে। আশা করি, দ্রুত সব পরিকল্পনা বাস্তবায়িত হবে।” মেদিনীপুরের (সদর) বিডিও ঋত্বিক হাজরার কথায়, “সদর ব্লকে কয়েকটি বেড়ানোর জায়গা রয়েছে। তার মধ্যে মণিদহ অন্যতম। ওখানে পার্ক হচ্ছে। আশা করি, পর্যটকেরা আরও বেশি সংখ্যায় ওই এলাকায় যাবেন।’’

প্রশাসনের এক সূত্রে খবর, পার্কের জন্য ‘জঙ্গলমহল অ্যাকশন প্ল্যান’ থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ হয়েছে। প্রায় দেড় হেক্টর জায়গায় এই ইকোপার্ক গড়ে উঠছে। পার্কে থাকবে ট্যুরিস্ট পার্ক, চিলড্রেন্স পার্ক, বোটিং, গার্ডেন। থাকবে কটেজও। বিভিন্ন ফল-ফুলের বাগান থাকবে। থাকবে শিশুদের খেলার নানা সরঞ্জাম। মণিদহ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান অঞ্জন বেরা বলেন, “এলাকায় পার্ক গড়ে উঠলে পর্যটনের প্রসার হবে। সপ্তাহান্তে পর্যটকেরা এখানে এসে ছুটি কাটিয়ে যেতে পারেন। এই ট্যুরিস্ট স্পটে থাকা-খাওয়ার সব রকম পরিকাঠামো গড়ে তোলার চেষ্টা হবে।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন