witchcraft

ডাইনি অপবাদ দিয়ে মারধর করে ঘরছাড়া বৃদ্ধ দম্পতি, মধ্যযুগীয় কলঙ্কের কালো ছায়া চন্দ্রকোনায়

চন্দ্রকোনা-১ ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী বলেন, ‘‘পুলিশ-প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। আমি নিজে গ্রামে গিয়ে বলে এসেছি, এই সমস্ত কুসংস্কার কখনওই চলতে পারে না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

চন্দ্রকোনা শেষ আপডেট: ০২ জুন ২০২৩ ১৬:৫১
Share:

গ্রামে ডাইনি অপবাদ দিয়ে বৃদ্ধ দম্পতিকে ঘরছাড়া করার অভিযোগ গ্রামের মাতব্বরদের বিরুদ্ধে। — নিজস্ব চিত্র।

ডাইনি অপবাদে এক বৃদ্ধ দম্পতিকে ঘরছাড়া করার অভিযোগ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা-১ নম্বর ব্লকে। মাতব্বরদের নির্দেশ মতো তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। গণপিটুনিতে পাঁজর ভেঙেছে বৃদ্ধের। বিডিও জানিয়েছেন, পুলিশ-প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

ঘটনাস্থল, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা-১ নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর গ্রাম। ওই গ্রামেই বাস ভাদুলী পরিবারের। কিছু দিন আগে গ্রামে শালিক পুজোর আয়োজন হয়েছিল। সেই পুজো থেকেই এলাকার মাতব্বরেরা নিদান দেন, ভাদুলী দম্পতি ডাইনি! মনগড়া এই অপবাদ দিয়ে বৃদ্ধ দম্পতিকে মারধর করার অভিযোগ মাতব্বরদের বিরুদ্ধে। কোনও ক্রমে পালিয়ে প্রাণ বাঁচান দম্পতি। কিন্তু মারধরে গুরুতর আহত হন বৃদ্ধ। পরিবারের সদস্যেরা তাঁকে ভর্তি করেন ঘাটাল হাসপাতালে। তাঁর পাঁজর ভেঙেছে বলে জানা গিয়েছে।

এখন ঘর হারিয়ে পরিবার নিয়ে আত্মীয়দের দোরে দোরে ঘুরে বেড়াতে হচ্ছে তাঁদের বলে অভিযোগ। পুরো ঘটনার কথা প্রশাসনকে লিখিত ভাবে জানিয়েও মেলেনি সুরাহা। এ বিষয়ে বৃদ্ধের ছেলে বলেন, ‘‘একাধিক বার প্রশাসনের কাছে গিয়েও কোনও সুরাহা হয়নি। আমরা চাই প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিক। কুসংস্কার দূর করে আমাদের বাড়িতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুক প্রশাসন।’’ প্রশাসন অবশ্য ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কুসংস্কার রুখতে প্রচারের কথাও ভাবা হচ্ছে। চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী বলেন, ‘‘বিষয়টি শুনেছি। পুলিশ-প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। খুব তাড়াতাড়ি সমস্যাটি মিটে যাবে বলেই আশা করছি। আমি নিজে গ্রামে গিয়ে বলে এসেছি, এই সমস্ত কুসংস্কার কখনওই চলতে পারে না।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন