কমিশনের নির্দেশ

কমিশনের নির্দেশে নির্ঘন্ট ঘোষণার পরই সরকারি দেওয়াল থেকে বিদ্যুতের খুঁটি প্রভৃতি জায়গায় রাজনৈতিক দল গুলির পোস্টার, দলীয় পতাকা সবই খুলে নিচ্ছেন মহকুমা প্রশাসনের আধিকারিকরা।

Advertisement
শেষ আপডেট: ১১ মার্চ ২০১৬ ০১:৩৪
Share:

কমিশনের নির্দেশে নির্ঘন্ট ঘোষণার পরই সরকারি দেওয়াল থেকে বিদ্যুতের খুঁটি প্রভৃতি জায়গায় রাজনৈতিক দল গুলির পোস্টার, দলীয় পতাকা সবই খুলে নিচ্ছেন মহকুমা প্রশাসনের আধিকারিকরা। এ পর্যন্ত প্রায় ১৪০টি জায়গা থেকে শতাধিক পতাকা, হোর্ডিং খোলা হয়েছে বলে দাবি প্রশাসনের। মামলাও হয়েছে কুড়িটির মতো। মহকুমাশাসক পিনাকীরঞ্জন প্রধান বলেন, “আমরা সব রাজনৈতিক দলগুলিকে নির্দেশ দিয়েছি সরকারি সম্পত্তি দখল করে যে কোনও স্তরের প্রচার বন্ধ করতে। কেউ কেউ নিজেরাই খুলে নিচ্ছেন। পাশাপাশি আমাদেরও টহল চলছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন