ধানজমিতে হাতির দেহ

সোমবার রাতে গোয়ালতোড়ের টেঙাশোলে একটি হাতির মৃত্যু হল। বন দফতর সূত্রের খবর, দলমার ৪০টি হাতির পাল স্থানীয় মহালিশাই জঙ্গল থেকে হুমগড় রেঞ্জের বারমেশিয়া জঙ্গলে ঢোকার সময় ঘটনাটি ঘটে।

Advertisement

নিজস্ব সংবাদাদাতা

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৬ ০০:৪৬
Share:

সোমবার রাতে গোয়ালতোড়ের টেঙাশোলে একটি হাতির মৃত্যু হল। বন দফতর সূত্রের খবর, দলমার ৪০টি হাতির পাল স্থানীয় মহালিশাই জঙ্গল থেকে হুমগড় রেঞ্জের বারমেশিয়া জঙ্গলে ঢোকার সময় ঘটনাটি ঘটে। আট-নয় বছরের ওই হাতিটি টেঙাশোল গ্রামের একটি ধান জমিতে পড়ে ছিল। তার মুখটি মাটিতে ঢুকে গিয়েছিল। ডিএফও (রূপনারায়ণ) অর্ণব সেনগুপ্ত বলেন, “প্রথমে মনে হয়েছিল দু’টি হাতির মধ্যে লড়াইয়ের জেরেই ঘটনাটি ঘটেছে। পরে জানা গিয়েছে খাবারজনিত সমস্যার কারণে হাতিটি মারা গিয়েছে।”

Advertisement

বন দফতর ও স্থানীয় সূত্রে খবর, চলতি মাসের গোড়াতেই ফের দলমা থেকে শতাধিক হাতির একটি পাল মেদিনীপুরে ঢুকেছিল। হাতিগুলি এখন বিভিন্ন জঙ্গলে ছড়িয়ে রয়েছে। সোমবার রাতে গোয়ালতোড়ের মহালিশাই রেঞ্জের একটি জঙ্গল থেকে ৪০টি হাতির পাল হুমগড়ে ঢোকে। দফতরের কর্মীরা হাতির পালের সঙ্গে থাকায় লোকালয়ে না ঢুকলেও ফসলের ক্ষতি করে।

স্থানীয় গোয়ালডাঙা, টেঙাশোল, গাঙদুয়ারি, নোহালি-সহ বিভিন্ন গ্রামের একরের পর একর ফসলের ক্ষয়ক্ষতি করে দলমার ওই দলটি। বাকি হাতিগুলি লালগড় এবং গড়বেতার নানান বনাঞ্চলে ঘোরাফেরা করছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement