Ghatal Flood

বন্যার জেরে বন্ধ ছিল পঠনপাঠন! জল নামার পর ছুটির দিনেও পরীক্ষা বানভাসি ঘাটালের স্কুলে

পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন্যাপরিস্থিতির জেরে লাটে উঠেছিল স্থানীয় স্কুলগুলির পড়াশোনা। পঠনপাঠনের পাশাপাশি বাধ্য হয়ে বন্ধ রাখতে হয়েছিল পরীক্ষাও। এখন পরিস্থিতির খানিক উন্নতি হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৫ ২৩:২০
Share:

ছুটির দিনে চলছে পরীক্ষা। নিজস্ব চিত্র।

সরকার ঘোষিত ছুটির দিনেও খোলা রয়েছে স্কুল। পরীক্ষাও চলছে! শনিবার এমনই দৃশ্য দেখা গেল বানভাসি ঘাটালের স্কুলে।

Advertisement

পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন্যাপরিস্থিতির জেরে লাটে উঠেছিল স্থানীয় স্কুলগুলির পড়াশোনা। পঠনপাঠনের পাশাপাশি বাধ্য হয়ে বন্ধ রাখতে হয়েছিল পরীক্ষাও। এখন পরিস্থিতির খানিক উন্নতি হয়েছে। তাই ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে জন্মাষ্টমীর ছুটির দিনেও চলছে পরীক্ষা। শনিবার এমনই চিত্র দেখা গিয়েছে ঘাটাল যোগদা সৎসঙ্গ শ্রীযুক্তেশ্বর বিদ্যাপীঠ হাইস্কুলে।

স্কুলের প্রধান শিক্ষক প্রণবেন্দ্র দে বলছেন, ‘‘বোর্ডের নির্দেশ ছিল অগস্টের ১ তারিখ থেকে ৮ তারিখের মধ্যে নিয়ে নেওয়ার। কিন্তু ঘাটাল এমনিতেই বন্যাকবলিত এলাকা। আমাদের স্কুল যেখানে অবস্থিত, সেখানে পরিস্থিতি আরও খারাপ। সেই কারণে আমরা নির্দিষ্ট সময়ে পরীক্ষা শুরুই করতে পারিনি। শেষমেশ ১৩ তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে। তাই শনি-রবিবারও পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে আমাদের ছাত্রছাত্রীরা অন্যান্য স্কুলের পড়ুয়াদের থেকে পিছিয়ে না পড়ে।’’ শনিবারের পর রবিবারও পরীক্ষা চলবে ওই স্কুলে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অভিভাবকেরা। প়ড়ুয়াদের কথা ভেবে স্কুল পরিচালন কমিটি থেকে শিক্ষক-শিক্ষিকারা সকলেই উদ্যোগ নিয়ে ছুটির দিনে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement