মাকড়সা ভীতি কমছে

নতুন করে ডেবরায় আর কেউ মাকড়সার কামড়ে জখম হননি বলে জানাল স্বাস্থ্য দফতর। তবে সচেতনতা কর্মসূচি চলছে। জানানো হচ্ছে বিষাক্ত মাকড়সা কামড়ালে সাবান দিয়ে ক্ষতস্থান ধুয়ে বরফ লাগাতে হবে। যেতে হবে চিকিৎসকের কাছে। সাপের সঙ্গে এই মাকড়সার কামড়ের ফারাক বুঝিয়ে জেলা স্বাস্থ্য দফতরের এক কর্তা বলেন, “এই মাকড়সার কামড়ে খুব ব্যথা করে। সর্পাঘাতে ব্যথা তুলনায় কম হয়।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মে ২০১৬ ০০:৪৪
Share:

নতুন করে ডেবরায় আর কেউ মাকড়সার কামড়ে জখম হননি বলে জানাল স্বাস্থ্য দফতর। তবে সচেতনতা কর্মসূচি চলছে। জানানো হচ্ছে বিষাক্ত মাকড়সা কামড়ালে সাবান দিয়ে ক্ষতস্থান ধুয়ে বরফ লাগাতে হবে। যেতে হবে চিকিৎসকের কাছে। সাপের সঙ্গে এই মাকড়সার কামড়ের ফারাক বুঝিয়ে জেলা স্বাস্থ্য দফতরের এক কর্তা বলেন, “এই মাকড়সার কামড়ে খুব ব্যথা করে। সর্পাঘাতে ব্যথা তুলনায় কম হয়।”

Advertisement

গত দেড়-দু’সপ্তাহে ডেবরায় সাতজনকে কামড়েছিল ওই মাকড়সা। স্বাস্থ্য দফতরের একাংশের ধারণা বিষাক্ত ওই মাকড়সা ট্যারান্টুলা প্রজাতির। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা বলেন, “ডেবরার ওই ঘটনায় আর উদ্বেগের কিছু নেই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement