BJP

কার্যালয়ের ভিতরেই মারামারি দুই বিজেপি নেতার মধ্যে! মেদিনীপুরে প্রকাশ্যে দলীয় কোন্দল

দলীয় সূত্রে খবর, পুরনো বিবাদের জেরে পার্টি অফিসের ভিতরে বচসায় জড়িয়ে পড়েছিলেন গড়বেতার মণ্ডল সভাপতি ঠাকুরদাস মিদ্দা এবং জেলা বিজেপির সহ-সভাপতি শঙ্কর গুছাইত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২২ ২৩:০৮
Share:

প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ।

দলীয় কার্যালয়ের ভিতরে প্রথমে বচসা, কথা কাটাকাটি। কিছু ক্ষণের মধ্যেই তুমুল হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দুই নেতা। এক জন মণ্ডল সভাপতি। অন্য জন দলের জেলা সহ-সভাপতি। শনিবার বিকেলে মেদিনীপুর সদরে বিজেপি কার্যালয়ের ভিতর এই ঘটনায় অস্বস্তিতে জেলা নেতৃত্ব।

Advertisement

দলীয় সূত্রে খবর, পুরনো বিবাদের জেরে পার্টি অফিসের ভিতরে বচসায় জড়িয়ে পড়েছিলেন গড়বেতার মণ্ডল সভাপতি ঠাকুরদাস মিদ্দা এবং জেলা বিজেপির সহ-সভাপতি শঙ্কর গুছাইত। পরে তাঁরা হাতাহাতিতেও জড়িয়ে পড়েন। এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। তার জেলা নেতৃত্ব বেজায় অস্বস্তিতে পড়েন। কোন্দল নিয়ে অবশ্য প্রকাশ্যে কিছু বলতে চাননি শঙ্কর। তিনি শুধু বলেন, ‘‘দলের মধ্যে থাকলে অনেক কিছু হয়। সংবাদমাধ্যমের সামনে বিশেষ কিছু বলছি না। উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে।’’

এই ঘটনা নিয়ে কটাক্ষ করতে শুরু করেছে শাসক দল। তৃণমূলের জেলা কোঅর্ডিনেটর অজিত মাইতি বলেন, ‘‘মণ্ডল সভাপতি জেলা সভাপতিকে মারধর করছেন! এটাই বিজেপি। বিজেপি নিজেদের দ্বন্দ্ব সামলাতে পারছে না। মারামারি করছেন নেতারা! দিলীপ ঘোষ এটাই শিক্ষা দিয়েছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement