জল বাড়ছে নদীতে, যান চলাচল বন্ধ চাতালে

জল বাড়ছে শিলাবতী, কংসাবতী, কেঠিয়া-সহ পশ্চিম মেদিনীপুরের একাধিক নদীতে। মূলত নিম্নচাপের বিক্ষিপ্ত বৃষ্টি ও মুকুটমণিপুর-সহ একাধিক জলাধার থেকে ছাড়া জলেই এই পরিস্থিতি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৬ ২৩:৫৪
Share:

ভেসে গিয়েছে রাস্তা। —নিজস্ব চিত্র।

জল বাড়ছে শিলাবতী, কংসাবতী, কেঠিয়া-সহ পশ্চিম মেদিনীপুরের একাধিক নদীতে। মূলত নিম্নচাপের বিক্ষিপ্ত বৃষ্টি ও মুকুটমণিপুর-সহ একাধিক জলাধার থেকে ছাড়া জলেই এই পরিস্থিতি। সোমবার দুপুর থেকে ঘাটাল-চন্দ্রকোনা সড়কের ক্ষীরপাই সংলগ্ন মনসাতলা চাতালে (কজওয়ে) জল উঠতে শুরু করেছে। সন্ধ্যার পর থেকে ছোট যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। মহকুমা সেচ দফতর সূত্রের খবর, সোমবার সকাল থেকেই কেঠিয়া নদীর জল প্রাথমিক বিপদ সীমার উপর দিয়ে বইছে। শিলাবতী, ঝুমি নদীর জলও বাড়তে শুরু করেছে। ঘাটালের মহকুমাশাসক পিনাকীরঞ্জন প্রধান বলেন, “নদীতে জল বাড়ছে। মনসাতলা চাতালে জল উঠে যাওয়ায় ছোট গাড়ি চলছে না। পরিস্থিতির উপর নজর রাখছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement