১৫ মার্চের পরে হবে উড়ালপুলের কাজ

জমি নির্ধারণ হয়ে যাওয়ার পরেও উড়ালপুল তৈরি নিয়ে গড়িমসি চলায় ক্ষোভ বাড়ছিল স্থানীয়দের। সমস্যা মেটাতে ডাকা সব পক্ষকে নিয়ে ডাকা বৈঠকে পূর্ত দফতর জানিয়ে দিল, বালিচক রেলগেটে উড়ালপুলের কাজ শুরু হবে ১৫ মার্চের পরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৭ ০১:০৪
Share:

জমি নির্ধারণ হয়ে যাওয়ার পরেও উড়ালপুল তৈরি নিয়ে গড়িমসি চলায় ক্ষোভ বাড়ছিল স্থানীয়দের। সমস্যা মেটাতে ডাকা সব পক্ষকে নিয়ে ডাকা বৈঠকে পূর্ত দফতর জানিয়ে দিল, বালিচক রেলগেটে উড়ালপুলের কাজ শুরু হবে ১৫ মার্চের পরে।

Advertisement

বৃহস্পতিবার ডেবরার বালিচকে ব্লক প্রশাসনিক কার্যালয়ের সভাগৃহে ওই বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমাশাসক সঞ্জয় ভট্টাচার্য, জেলা পূর্ত কর্মাধ্যক্ষ শৈবাল গিরি প্রমুখ। দ্রুত উড়ালপুলের কাজ শুরুর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া বালিচক স্টেশন উন্নয়ন কমিটির সদস্যরাও হাজির ছিলেন। কাজ শুরুর আশ্বাস মেলায় আপাতত আন্দোলনের সিদ্ধান্ত থেকে পিছু হটেছে ওই কমিটি। তবে কমিটির সহ-সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, “আমরা চেয়েছিলাম দ্রুত কাজ হোক। বৈঠকে বলা হল মার্চে কাজ শুরু হবে। এতে বর্ষায় দুর্ভোগে পড়তে হবে মানুষকে। কিন্তু উপায় নেই।’’ মার্চের পরেও কাজ শুরু না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে কমিটি।

জেলা পূর্ত কর্মাধ্যক্ষ শৈবালবাবু অবশ্য বলেন, “আমরা চাই না এই কাজের জেরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতে সমস্যা হোক। তাই মার্চের পরে এপ্রিলে কাজে হাত দেওয়া হতে পারে বলে জানিয়েছি। এই নিয়ে কারও ক্ষোভ থাকতে পারে। তবে সব দিক বিবেচনা করে রেলের সঙ্গে সব প্রক্রিয়া সম্পন্ন করে তবেই তো কাজ শুরু হবে। তাই একটু দেরি হচ্ছে।” মহকুমাশাসক সঞ্জয়বাবুরও বক্তব্য, “আসলে এই উড়ালপুল নির্মাণে একাধিক সংস্থা জড়িয়ে রয়েছে। তার মধ্যে রেলের একটা বড় ভূমিকা রয়েছে। তাই নানা অসুবিধা হচ্ছে।’’

Advertisement

দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর শাখার রেলপথে অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন বালিচক। স্টেশনের অদূরে ডেবরা-সবং রাজ্য সড়কে থাকা বালিচক রেলগেটে যানজটে নিত্য নাকাল হতে হয় এলাকাবাসীকে। তাই এখানে উড়ালপুল গড়ার দাবি দীর্ঘ দিনের। সেই মতো ২০১১সালে রেল ও রাজ্য যৌথ উদ্যোগে প্রায় ৪৯ কোটি টাকা ব্যয়ে ওই উড়ালপুল তৈরির সিদ্ধান্ত হয়। ২০১২-র ৪ জুন ডেবরার হরিমতি হাইস্কুল ময়দানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বালিচক উড়ালপুলের শিলান্যাস করেন। কিন্তু তারপরে সাড়ে চার বছর কেটে গেলেও উড়ালপুল হয়নি।

সম্প্রতি রায়ত জমি না নিয়ে উড়ালপুল ২৩ মিটারের বদলে ১৮মিটার জমিতে গড়ার সিদ্ধান্ত নেয় পূর্ত দফতর। শুরু হয় জমি নির্ধারণ। তবে নভেম্বরের পরে কাজ থমকে যাওয়ায় ক্ষোভ বাড়ছিল স্থানীয়দের। পরিস্থিতি বেগতিক দেখেই এ দিন সব পক্ষকে নিয়ে বৈঠক ডাকে ব্লক প্রশাসন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন