প্রয়াত স্বাধীনতা সংগ্রামী

স্বাধীনতা সংগ্রামী তথা তাম্রলিপ্ত জাতীয় সরকারের মুখপত্র ‘বিপ্লবী’র প্রকাশক রাধাকৃষ্ণ বাড়ীর জীবনাবসান হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৬ ০০:০৯
Share:

স্বাধীনতা সংগ্রামী তথা তাম্রলিপ্ত জাতীয় সরকারের মুখপত্র ‘বিপ্লবী’র প্রকাশক রাধাকৃষ্ণ বাড়ীর জীবনাবসান হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে একটি নার্সিংহোমে রবিবার ভোরে তাঁর মৃত্যু হয়।

Advertisement

তমলুক থানার ভিতর আগাড় গ্রামে ১৯২৩ সালে জন্ম হয়েছিল রাধাকৃষ্ণবাবুর। কলেজ-ছাত্র থাকাকালীন ১৯৪২ সালে ভারত ছাড় আন্দোলনে যোগ দেন তিনি। এরপর বিপ্লবী অজয় মুখোপাধ্যায়, সতীশচন্দ্র সামন্ত ও সুশীল ধাড়াদের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হয়ে উঠেছিলেন তিনি। ১৯৪২ সালে তাম্রলিপ্ত জাতীয় সরকারের কেন্দ্রীয় কার্যালয়ের সম্পাদক হন। জাতীয় সরকারের মুখপত্র ‘বিপ্লবী’র প্রকাশক ও লেখক ছিলেন। অজয় মুখোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর ‘বিপ্লবী’র সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।

১৯৫৮ সালে বাণীপুরে এক্সপেরিমেন্টাল ওয়ার্কশপ কাম রিসার্চ ইনস্টিটিউটে যোগ দেন। ১৯৮২ সালে অবসর গ্রহণ করেন। মেদিনীপুর তথা তমলুকের স্বাধীনতা সংগ্রাম নিয়ে বেশ কয়েকটি গ্রন্থের লেখক ও প্রকাশক রাধাকৃষ্ণবাবু। তমলুকের ‘তাম্রলিপ্ত’ পত্রিকার নিয়মিত লেখকও ছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement