Sital Kapat in SIR Hearing

ঘাটালের সাংসদের পর বিধায়কও পেলেন শুনানিতে ডাক! তৃণমূলের দেবের পর হাজিরা বিজেপির শীতলের

বিজেপি বিধায়কের বাবার নামে কোনও ভুল রয়েছে। সেই সংশোধনীর জন্য পশ্চিম মেদিনীপুর জেলায় তাঁর ডাক পড়েছে। বুধবার শুনানির নোটিস এবং নানা নথি নিয়ে ঘাটালের বিডিও অফিসে শুনানি শিবিরে হাজির হয়েছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১৯:৩৩
Share:

(বাঁ দিকে) গত বুধবার শুনানিতে দেব। বুধবার শুনানিকেন্দ্রে শীতল কপাট। —নিজস্ব ছবি।

তৃণমূলের সাংসদ, জেলা পরিষদের সভাপতিরা আগেই ডাক পেয়েছেন। বিজেপিতে চেনা মুখ বলতে চন্দ্র বসুর ডাক পড়েছে এসআইআরের শুনানিতে। এ বার লাইনে বিজেপির আরও এক নেতা। তিনি শীতল কপাট। বুধবার ঘাটালের বিধায়ক শীতল ছিলেন এসআইআরের শুনানির লাইনে।

Advertisement

প্রশাসন সূত্রে খবর, বিজেপি বিধায়কের বাবার নামে কোনও ভুল রয়েছে। সেই সংশোধনীর জন্য পশ্চিম মেদিনীপুর জেলায় তাঁর ডাক পড়েছে। বুধবার শুনানির নোটিস এবং নানা নথি নিয়ে ঘাটালের বিডিও অফিসে শুনানি শিবিরে হাজির হয়েছিলেন তিনি। শীতল নিজে জানিয়েছেন, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর বাবার নাম ছিল লক্ষ্মীকান্ত কপাট। কিন্তু সেটা ভুল। তাঁর বাবার নাম লক্ষ্মীনারায়ণ কপাট।

বিজেপি বিধায়কের দাবি, এতে হয়রানির কোনও বিষয় নেই। প্রশাসনিক কাজে সকলের সহযোগিতা কাম্য। তিনি বলেন, ‘‘যাদের নামের বানান ভুল থাকছে, তাদেরই ডাকছে কমিশন। এখানে তো কোনও রাজনৈতিক দল বা ধর্মের বিষয় নেই। তৃণমূলের লোকজন যেমন ডাক পাচ্ছেন, আমরাও পাচ্ছি। ভোটার তালিকার স্বচ্ছতার স্বার্থে নির্বাচন কমিশন উদ্যোগ নিয়েছে। তাতে আমরা সহযোগিতা করছি এবং করব।’’

Advertisement

শুনানি শেষে সাধারণ ভোটারদের উদ্দেশে শীতল-বার্তা, ‘‘মানুষকে বলব, হয়তো একটু যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে। কিন্তু আগামিদিনে স্বচ্ছতা থাকবে ভোটার তালিকায়। এটাই তো প্রয়াস। আমি বিধায়ক হলেও নামের ভুল থাকার জন্য আমাকেও আসতে হয়েছে। সমস্যা সমাধানের জন্যই তো শুনানির ব্যবস্থা। কষ্ট হলেও সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।’’

এর আগে ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব (দীপক অধিকারী) এসআইআরের শুনানিতে হাজিরা দিয়েছেন। তিনি জানিয়েছিলেন, কমিশন ডেকেছে। নাগরিক হিসাবে তিনি নিজের কর্তব্য পালন করেছেন। তবে বৃদ্ধ এবং অসুস্থ ভোটারদের কথা ভেবে যেন মানবিক হয় কমিশন, এটাই তাঁর আবেদন।

উল্লেখ্য, গত বুধবার এসআইআর শুনানিতে হাজিরা দিয়েছেন ঘাটালের তৃণমূল সাংসদ। এই বুধবার হাজিরা দিতে হল ঘাটালের বিজেপি বিধায়ককে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement