Dead body recovered

থানার পাশে ঝোপ থেকে উদ্ধার যুবকের অর্ধদগ্ধ দেহ, চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরে

স্থানীয় সূত্রে খবর, মৃত সুমন এগরা থানার ছত্রি গ্রাম পঞ্চায়েতের কামারডিহা পাটনা গ্রামের বাসিন্দা। ভিন্ রাজ্যে থাকেন কর্মসূত্রে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৩ ১২:২৮
Share:

প্রতীকী ছবি।

থানা এলাকার রাস্তার পাশের ঝোপ থেকে উদ্ধার হল যুবকের অর্ধদগ্ধ দেহ। সোমবার সকালে এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের এগরা থানার জেড়থান গ্রাম পঞ্চায়েতের বাকচা গ্রামে। দেহের পাশ থেকে মৃতের পোশাক এবং একটি খালি তেলের বোতলও উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সুমন ডেহেরি (২০)। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, সুমন এগরা থানার ছত্রি গ্রাম পঞ্চায়েতের কামারডিহা পাটনা গ্রামের বাসিন্দা। ভিন্ রাজ্যে থাকেন কর্মসূত্রে। দিন কয়েক আগেই তিনি ছুটিতে বাড়ি ফিরেছিলেন। পরিবারের দাবি, রবিবার সন্ধ্যায় মেলা দেখতে যাওয়ার নাম করে সুমন বাড়ি থেকে বেরোন। সারা রাত পরিবারের লোকেরা তন্নতন্ন করে খোঁজাখুঁজি করলেও তাঁর হদিস মেলেনি। তার পরেই সকালে সুমনের দেহ উদ্ধার হয়। পাশে পড়ে থাকা পোশাক দেখে দেহ শনাক্তকরণ করেন পরিচিতরা।

পরিজনের দাবি, সুমনকে খুন করে পুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু কী কারণে তাঁকে খুন করা হয়ে থাকতে পারে, সে ব্যাপারে সম্পূর্ণ মৃতের পরিবার। কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) মানব সিংলা বলেন, ‘‘দেহ উদ্ধারের ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে। তার ভিত্তিতেই শুরু হয়েছে তদন্ত। তবে প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। যদিও মৃতের পরিবারের তরফে কোনও অভিযোগ আসেনি এখনও পর্যন্ত। আমরা ইতিমধ্যে মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে গোটা ঘটনা পরিষ্কার হয়ে যাবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement