Kolaghat Fire

আগুনে ভস্মীভূত হোসিয়ারি কোলাঘাটের কারখানা! দমকলের দু’টি ইঞ্জিন পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

আগুনে ভস্মীভূত হোসিয়ারি কারখানা। বৃহস্পতিবার সাত সকালে আগুন লাগে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের কুমারহাট গ্রামের একটি হোসিয়ারি কারখানায়। কিছু সময়ের মধ্যেই গোটা কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৪:৪৪
Share:

পুড়ে ছাই কোলাঘাটের কারখানা। —নিজস্ব চিত্র।

আগুনে ভস্মীভূত হোসিয়ারি কারখানা। বৃহস্পতিবার সাত সকালে আগুন লাগে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের কুমারহাট গ্রামের একটি হোসিয়ারি কারখানায়। কিছু সময়ের মধ্যেই গোটা কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আগুন নেবাতে ছুটে যান। পাশাপাশি কোলাঘাট থানার পুলিশ ও দমকলের দু’টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেবানোর কাজে হাত লাগায়। বেশ কিছু সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও তত ক্ষণে কারখানাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

Advertisement

সূত্রের খবর, সকাল ৬টা নাগাদ ধোঁয়ার কুণ্ডলী নজরে আসে। কয়েক মুহূর্তের মধ্যেই কারখানাটি সম্পূর্ণ ভাবে আগুন করে নেয় আগুন। কারখানার ভিতর বিপুল পরিমাণে হোসিয়ারি সামগ্রীর পাশাপাশি মেশিন ও যন্ত্রপাতি মজুত ছিল। আগুনের গ্রাসে সমস্তটাই পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানিয়েছেন হোসিয়ারি মজদুর ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা উপদেষ্টা নারায়ণচন্দ্র নায়ক।

পুলিশের প্রাথমিক অনুমান, হোসিয়ারি কারখানার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। অথবা অনিয়ন্ত্রিত বাজি ফাটানোর ফলে সেই বাজির ফুলকি ছিটকে গিয়েও কারখানায় আগুন লেগে থাকতে পারে। কারখানাটি স্থানীয় কুলিয়া গ্রামের বাসিন্দা নানু ঘড়ার বলে জানা গিয়েছে। ভাইফোঁটা উপলক্ষে কারখানায় ছুটি ছিল। সেই কারণেই অগ্নিকান্ডের ঘটনার সময় কেউই কারখানার ভিতরে ছিলেন না বলেই নানু জানিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement