নিজের শিশুকন্যাকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক গৃহবধূ। সোমবার ভোরে পূর্ব মেদিনীপুরের ময়না থানার বাকচা এলাকার আন্দারিয়া গ্রামের ঘটনা। অসুস্থ ওই শিশু কন্যা-সহ গৃহবধূকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, শিশু ও মা দু’জনের অবস্থা স্থিতিশীল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ময়নার আন্দারিয়া গ্রামের যুবক উত্তম জালুয়ার সঙ্গে বছর তিনেক আগে বিয়ে হয়েছিল স্থানীয় গোড়ামহল গ্রামের মেয়ে মল্লিকা মণ্ডলের। উমা জালুয়া নামে ১৪ মাসের এক শিশুকন্যা রয়েছে ওই দম্পতির। পেশায় রাজমিস্ত্রি উত্তম মাস দু’য়েক আগে আন্দামানে কাজ করতে গিয়েছেন। শ্বশুর, শাশুড়ি ও দেওর সহ একই পরিবারে শিশুকন্যাকে নিয়ে থাকেন ওই গৃহবধূ। কিন্তু পারিবারিক অশান্তির জেরে সোমবার ভোরে মল্লিকাদেবী ঘরের মধ্যে থাকা কীটনাশক নিয়ে শিশুকন্যাকে খাইয়ে নিজেও ওই কীটনাশক খান বলে অভিযোগ।
গৃহবধূর বাবা অলোক মণ্ডল অবশ্য বলেন, ‘জামাই আন্দামানে যাওয়ার আগে কয়েকজনের কাছ থেকে টাকা ধার নিয়ে তাঁর এক বন্ধুকে দিয়েছিল। এ নিয়ে পরিবারিক অশান্তির জেরেই মেয়ে এমন করেছে বলে আমাদের মনে হচ্ছে।’’