—প্রতীকী চিত্র।
৩২ বছর আগে ঘটে যাওয়া ছয় সিপিএমকর্মীকে খুনের মামলায় ৪৫ জনকে দোষী সাব্যস্ত করল ঝাড়গ্রাম আদালত। বুধবার মামলায় সাজা ঘোষণা করবে আদালত।
আদালত সূত্রে খবর, ১৯৯৩ সালের ৮ মে, ছয় বামকর্মীকে নৃশংস ভাবে খুন করা হয়। ঘটনাটি ঘটেছিল ঝাড়গ্রামের বেলপাহাড়ি থানার দিয়াশি গ্রামে। ১০৩ জন খুনের মামলায় অভিযুক্ত ছিলেন। এত বছর ধরে সেই মামলা চলছিল। অভিযুক্তদের মধ্যে জীবিত ৪৫ জনকে সোমবার ঝাড়গ্রাম আদালতের এডিজে সেকেন্ড কোর্টের বিচারক দোষী সাব্যস্ত করেন।
মামলা সংক্রান্ত বিষয়ে ঝাড়গ্রাম আদালতের সরকারি আইনজীবী প্রশান্ত রায় বলেন, “বেলপাহাড়ি থানা এলাকার ছ’জন বামকর্মীকে হত্যার ঘটনায় ৪৫ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। বুধবার আদালত সাজা ঘোষণা করবে।”