বাগযুদ্ধে প্রেমচাঁদ ও রাজা। নিজস্ব চিত্র
ভোটের দুপুর। খড়্গপুরের সিএমই গেট এলাকার রাস্তায় মুখোমুখি দু’টি গাড়ি। একটিতে খড়্গপুর টাউন থানার আইসি রাজা মুখোপাধ্যায়। অন্যটিতে বিজেপি প্রার্থী প্রেমচাঁদ ঝাঁ।
গাড়ি থেকে নেমে সটান আইসি-র গাড়ির কাছে গেলেন প্রেমচাঁদ। আইসি-ও গাড়ি থেকে নামলেন। রাস্তাতেই শুরু বাক্যুদ্ধ! প্রেমচাঁদের প্রশ্ন, ‘‘আপনি দলবল নিয়ে বুথে বুথে যাচ্ছেন কেন? কী করতে চাইছেন?’’ আইসি-র পাল্টা, ‘‘অনেক দিন আইসি-গিরি করছি। যা করছি, আমার এক্তিয়ারের মধ্যে থেকেই করছি।’’
উপ-নির্বাচনের খড়্গপুরে দাগ কাটার মতো অশান্তি বলতে এই বচসাই।
এ দিন দুপুরে বিজেপি কর্মীরা প্রেমচাঁদকে জানান, খড়্গপুর টাউন থানার আইসি বুথে বুথে ঘুরছেন। সঙ্গে পুলিশের দলবল। অনেকের মাথায় কালো ফেট্টি বাঁধা। খোঁজ নিয়ে বিজেপি প্রার্থী জানতে পারেন, আইসি সিএমই গেটের কাছে রয়েছে। গাড়ি ঘুরিয়ে পৌঁছে যান প্রেমচাঁদ। মুখোমুখি হতেই বচসা শুরু। পরে প্রেমচাঁদ বলেন, ‘‘আইসি বুথে বুথে ঘুরছেন। সঙ্গে ২০০-৩০০ পুলিশ। এত দলবল নিয়ে ভোটের দিনে বুথে বুথে ঘোরা কি ঠিক? দেখে মনে হচ্ছে, উনি মহামিছিল করছেন। উনি একা যান না। আমরা তো বারণ করছি না।’’ প্রেমচাঁদের অভিযোগ, ‘‘আইসি বুথে গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছেন। তৃণমূল নিজে না পেরে পুলিশকে রিগিংয়ে নামিয়ে দিয়েছে।’’ প্রেমচাঁদ জানিয়েছেন, তিনি আইসি-র বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন। আইসি রাজা মুখোপাধ্যায় অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘‘আমি ক্যাম্পাসে (ভোটগ্রহণ কেন্দ্র) গিয়েছিলাম। নিরাপত্তা দেখতেই গিয়েছিলাম। তবে বুথে যাইনি।’’
সোমবার খড়্গপুরে বিক্ষিপ্ত কিছু অশান্তি হয়েছে। তবে সার্বিক ভাবে ভোট হয়েছে নির্বিঘ্নেই। কিছু এলাকায় ছাপ্পা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। বিজেপির অভিযোগ, সাউথ সাইডের একটি বুথে ছাপ্পা ভোট দিয়েছে তৃণমূলের লোকেরা। একইসঙ্গে মথুরাকাটির একাধিক বুথেও ছাপ্পা দিয়েছে তৃণমূল। বাইরের থেকে লোক এনে তারা এই এলাকায় জড়ো করেছে।
সকাল থেকেই সক্রিয় ছিল কেন্দ্রীয় বাহিনী। খড়্গপুরে ২৭০টি বুথ। ২০০-টিরও বেশি বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল। কোথাও এক সেকশন, কোথাও হাফ সেকশন। দেখা গিয়েছে, যেখানে কেন্দ্রীয় বাহিনী ছিল, তার আশেপাশে ঘেঁষতে পারেনি যাঁরা ওই এলাকার ভোটার নন এমন লোকজন। শুধুমাত্র ভোটাররাই বুথের সামনে লাইন দিয়েছেন। বুথের সামনে জটলা দেখলেই এগিয়ে এসেছে বাহিনী। যারা ভোটার নন, তাদের সরিয়ে দিয়েছে। দিনের শেষে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের দাবি, ‘‘ভোট খুব ভাল হয়েছে। আমরা প্রথম থেকেই বলে আসছিলাম, খড়্গপুরে শান্তিপূর্ণ নির্বাচন হবে।’’ বিজেপি প্রার্থীও বলেন, ‘‘ভোট ঠিকঠাকই হয়েছে।’’