rcb reach play-off

মেয়েদের আইপিএলের প্লে-অফে বেঙ্গালুরু, টানা পাঁচ ম্যাচ জিতে ট্রফি ধরে রাখার লড়াইয়ে এক ধাপ এগোলেন স্মৃতিরা

মেয়েদের আইপিএলে কি বেঙ্গালুরু ট্রফি ধরে রাখতে পারবে? যে ভাবে খেলছে তাতে এমন আশা করা যেতেই পারে। সোমবার বডোদরায় গুজরাত জায়ান্টসকে ৬১ রানে হারিয়ে প্রথম দল হিসাবে প্লে-অফের যোগ্যতা অর্জন করল বেঙ্গালুরু।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ২৩:০৭
Share:

বেঙ্গালুরুর ক্রিকেটারদের উল্লাস। ছবি: পিটিআই।

ছেলেদের আইপিএলে এখনও হয়নি। মেয়েদের আইপিএলে কি বেঙ্গালুরু ট্রফি ধরে রাখতে পারবে? যে ভাবে খেলছে স্মৃতি মন্ধানার দল তাতে এমন আশা করা যেতেই পারে। সোমবার বডোদরায় গুজরাত জায়ান্টসকে ৬১ রানে হারিয়ে প্রথম দল হিসাবে প্লে-অফের যোগ্যতা অর্জন করল বেঙ্গালুরু। পাঁচটি ম্যাচের প্রতিটিতেই জিতেছে তারা। পাঁচ ম্যাচে তাদের দশ পয়েন্ট। তিন দলের থেকে ছ’পয়েন্টে এগিয়ে তারা।

Advertisement

নবি মুম্বই থেকে আইপিএলের দ্বিতীয় পর্ব সরে এসেছে বডোরদার কোটাম্বি স্টেডিয়ামে। সোমবারই সেখানে প্রথম ম্যাচ ছিল। গুজরাতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি বেঙ্গালুরুর। প্রথম ওভারেই গ্রেস হ্যারিসকে (১) ফেরান রেণুকা সিংহ। দ্বিতীয় ওভারে কাশ্বী গৌতম ফেরান জর্জিয়া ভলকে (১)।

গৌতমী নায়েকের সঙ্গে জুটি বেধে বেঙ্গালুরুর ইনিংসকে থিতু করেন স্মৃতি। তৃতীয় উইকেটে ৬০ রানের জুটি গড়েন তারা। তবে স্মৃতি এ দিন বড় ইনিংস খেলতে পারেননি। চারটি চারের সাহায্যে ২৩ বলে ২৬ রান করে ফিরে যান অ্যাশলে গার্ডনারের বলে।

Advertisement

এর পরে গৌতমী জুটি বাঁধেন রিচা ঘোষের সঙ্গে। চতুর্থ উইকেটে ওঠে ৬৯ রান। রিচা তিনটি ছয়ের সাহায্যে ২০ বলে ২৭ রান করেন। আগ্রাসী খেলেছেন গৌতমী। তিনি সাতটি চার এবং একটি ছয়ের সাহায্যে ৫৫ বলে ৭৩ রান করেন। পরের দিকে আট বলে ১৭ রান করে যান রাধা যাদব। ২০ ওভারে ১৭৮/৬ তোলে বেঙ্গালুরু।

ব্যাট করতে নেমে গুজরাত শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে। দ্বিতীয় ওভারে সায়লী সাতঘরে ফেরান বেথ মুনিকে (৩)। সেই ওভারেই সোফি ডিভাইনকে (০) ফেরান সায়লী। তৃতীয় ওভারে কণিকা আহুজাকে (০) ফেরান লরেন বেল। ৫ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে গুজরাত।

চতুর্থ উইকেটে কিছু ক্ষণ জুটি বাঁধেন অনুষ্কা শর্মা (১৮) এবং গার্ডনার (৫৪)। তবে সেই জুটি বেশি ক্ষণ স্থায়ী হয়নি। এক দিকে গার্ডনার নিজের ছন্দে খেলে গেলেও উল্টো দিকে কাউকে দীর্ঘ ক্ষণ সঙ্গী হিসাবে পাননি। ফলে নির্ধারিত ২০ ওভারে ১১৭/৮ তোলে গুজরাত। তবে ম্যাচ যে তাদের হাতের বাইরে চলে গিয়েছে, এটা বোঝা গিয়েছিল অনেক আগেই। সায়লী ২১ রানে ৩ উইকেট নেন। ১৭ রানে ২ উইকেট নাদিন ডি ক্লার্কের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement