বিরোধী-তালিকা খারিজ পুরসভার

পুরসভার দাবি, প্রধান বিরোধী দল হিসাবে কংগ্রেসের থেকে বিরোধী দলনেতা ও প্রতিটি স্ট্যান্ডিং কমিটির ২জন করে প্রতিনিধির নাম চাওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী, বিরোধী দলনেতা স্ট্যান্ডিং কমিটির সদস্যদের নামের তালিকা পাঠান। একজন কাউন্সিলর একাধিক স্ট্যান্ডিং কমিটিতে থাকতে পারেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ১৮ জুন ২০১৭ ০১:১৭
Share:

ফাইল চিত্র।

স্ট্যান্ডিং কমিটিতে বিরোধীদলের সদস্য হিসাবে পাঠানো নামের তালিকা খারিজ করতে চলেছে খড়্গপুর পুরসভা। শনিবার এ কথা জানিয়েছেন পুর-কর্তৃপক্ষ।

Advertisement

গত বছর বিরোধী দল কংগ্রেসের বিরোধী দলনেতা রবিশঙ্কর পাণ্ডে-সহ পাঁচ কাউন্সিলর তৃণমূলে যোগ দিয়েছিলেন। মাস কয়েক আগে কংগ্রেসের তরফে পুরসভার বিরোধী দলনেত্রী হিসাবে রীতা শর্মার নাম প্রস্তাব করা হয়। গত বোর্ড মিটিংয়ে রীতাকেই বিরোধী দলনেত্রী করা হয়। পুরসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি-সহ পাঁচটি স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসাবে রীতা যে নামের তালিকা দিয়েছিলেন তা বিবেচনা করা হবে বলে জানানো হয়েছিল। কিন্তু সেখানে বিজেপি ও সিপিএম কাউন্সিলরদের নাম থাকায় তা খারিজ করে ফের নাম চেয়ে চিঠি পাঠানো হবে বলে পুরসভা জানিয়েছে।

পুরসভার দাবি, প্রধান বিরোধী দল হিসাবে কংগ্রেসের থেকে বিরোধী দলনেতা ও প্রতিটি স্ট্যান্ডিং কমিটির ২জন করে প্রতিনিধির নাম চাওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী, বিরোধী দলনেতা স্ট্যান্ডিং কমিটির সদস্যদের নামের তালিকা পাঠান। একজন কাউন্সিলর একাধিক স্ট্যান্ডিং কমিটিতে থাকতে পারেন। বিরোধী দলনেত্রী হিসাবে রীতা কংগ্রেস, বিজেপি ও সিপিএমের মোট ৮জন কাউন্সিলরকে নানা স্ট্যান্ডিং কমিটিতে রাখার প্রস্তাব দেন। ২৯ মে বোর্ড মিটিংয়ে রীতাকে বিরোধী দলনেত্রী হিসাবে মেনে নেওয়া হয়। স্ট্যান্ডিং কমিটির বিষয়টি বিবেচনাধীন রাখা হয়। বৃহস্পতিবার এ নিয়ে বৈঠক হয় পুরসভায়। দেখা যায় কংগ্রেস ছাড়াও সিপিএম ও বিজেপির কাউন্সিলরদের নাম প্রস্তাব করা হয়েছে।

Advertisement

এ ক্ষেত্রে পুর-বিধি অনুযায়ী বিরোধী দলনেত্রী শুধুমাত্র স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসাবে নিজের দলের কাউন্সিলরদের নাম প্রস্তাব করতে পারে বলে পুরসভার দাবি। তাই ওই নাম খারিজ করে নতুন তালিকা চেয়ে ফের বিরোধী দলনেত্রীকে চিঠি পাঠানো হবে বলে পুরসভা জানিয়েছে। পুরপ্রধান প্রদীপ সরকার বলেন, “কংগ্রেস কাউন্সিলর হয়েও বিরোধী দলনেত্রী

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন