Khudiram Basu

কেশপুরে নিজের ভিটেতে পালিত হল ক্ষুদিরামের ১৩২তম জন্মদিন

করোনা পরিস্থিতির কারণে বড় কোনও অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। শুধু মূর্তিতে মালা ও ফুল দিয়ে দিনটি পালন করা হল বলে জানিয়েছেন, শুভ্রা সেনগুপ্ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২০ ২১:৫৯
Share:

শহীদ ক্ষুদিরামের জন্মদিন পালন। নিজস্ব চিত্র।

শহীদ ক্ষুদিরাম বসুর ১৩২তম জন্মদিন পালন করা হল তাঁর জন্মভিটে কেশপুরে মোহবনি গ্রামে। শুক্রবার কেশপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে দিনটি পালন করা হয়। ক্ষুদিরামের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শুভ্রা সেনগুপ্ত, বিডিও দীপককুমার ঘোষ। এ ছাড়াও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, সদস্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

Advertisement

করোনা পরিস্থিতির কারণে বড় কোনও অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। শুধু মূর্তিতে মালা ও ফুল দিয়ে দিনটি পালন করা হল বলে জানিয়েছেন, শুভ্রা সেনগুপ্ত।

কেশপুরের ক্ষুদিরামের জন্মভিটে মোহবনি গ্রামে ওই স্থানটিতে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এ জন্য পর্যটন দফতর থেকে অর্থ বরাদ্দ হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে ২৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে কমিউনিটি হল তৈরির জন্য। সেই কমিউনিটি হল তৈরির কাজ শুরুও হয়ে গিয়েছে। এ ছাড়া মোহবনিকে মডেল গ্রাম হিসেবেও ঘোষণা করেছে প্রশাসন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement