মুখ্যমন্ত্রীকে চিঠি, বিতর্কে লিপিকা

কৃষি যন্ত্রপাতি বিতরণে দুর্নীতির অভিযোগ তুলে ব্লক কৃষি আধিকারিকের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে সটান নালিশ জানালেন পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা জানা হাজরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৭ ০০:৩৭
Share:

কৃষি যন্ত্রপাতি বিতরণে দুর্নীতির অভিযোগ তুলে ব্লক কৃষি আধিকারিকের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে সটান নালিশ জানালেন পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা জানা হাজরা।

Advertisement

গত ১৭ মার্চ লিপিকা দেবী মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়ে অভিযোগ করেন, সরকারি নিয়মনুযায়ী উপকৃত কৃষকদের তালিকা তৈরি করেননি ব্লক কৃষি আধিকারিক। কৃষকদের সঙ্গে সরাসরি টাকার চুক্তি করে নামের তালিকা তৈরি করা হয়েছে। তাঁদেরকেই কৃষি যন্ত্রপাতি বিতরণ করেছেন ব্লক কৃষি আধিকারিক। ২০১৬ -১৭ আর্থিক বছরে পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতকে না জানিয়ে, বিজ্ঞপ্তি ছাড়া কৃষকদের নামের তালিকা তৈরি করা হয়েছে বলেও অভিযোগ তাঁর।

লিপিকাদেবীর অভিযোগ নিয়ে তাঁর দলেরই একাংশ পঞ্চায়েত সমিতির সদস্য বিরোধিতা করেছেন। বুধবার পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির অফিসে ডাকা সাধারণ সভায় এ বিষয়ে আলোচনার পর সভাপতির এমন পদক্ষেপের বিরুদ্ধে সভায় নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে।
পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুজিত রায় বলেন, ‘‘ব্লক কৃষি আধিকারিকের বিরুদ্ধে যে সব অভিযোগ তুলে লিপিকাদেবী মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন, তার কোনও কিছুরই সারবত্তা নেই। পঞ্চায়েত সমিতিতে এ নিয়ে আলোচনা না করে সভাপতি নিজের মর্জিমাফিক এই পদক্ষেপ নিয়েছেন। এটা উনি অন্যায় করেছেন।’’

Advertisement

এ দিকে তাঁর বিরুদ্ধে পঞ্চায়েত সমিতির সভাপতির তোলা অভিযোগ নিয়ে ব্লক কৃষি আধিকারিক বিবেকানন্দ মোহান্তি বলেন, ‘‘আমার বিরুদ্ধে তোলা অভিযোগ একেবারেই ভিত্তিহীন। পঞ্চায়েত সমিতির সিদ্ধান্ত অনুযায়ী ও নিয়ম মেনেই উপকৃত কৃষকদের তালিকা তৈরি করে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। এ বারও সরকারি নিয়মানুযায়ী উপকৃত কৃষকের নামের তৈরি করা হয়েছে। ফলে আমি অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রমাণ দিতে পারব।’’

অবশ্য বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি লিপিকাদেবী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন