প্রার্থী ছাড়াই দেওয়াল দখল

ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে শালবনি বিধানসভা গোয়ালতোড় এই শালবনিরই অধীন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গোয়ালতোড় শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৯ ০০:৩৩
Share:

রবিবাসরীয়: মেদিনীপুরে দেওয়াল লিখছেন প্রার্থী মানস ভুঁইয়া। নিজস্ব চিত্র

প্রার্থীর নাম ঘোষণা হয়নি। তবে দেওয়াল দখলে টক্কর চলছে বিজেপি ও সিপিএমের। গোয়ালতোড়ের বিভিন্ন এলাকায় দেওয়াল ঘেরার কাজ শুরু করেছে যুযুধান এই দুই দল। দু’পক্ষেরই বক্তব্য, দেওয়ালটা ঘিরে না রাখলে, দখল করে নেবে যে!

Advertisement

ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে শালবনি বিধানসভা গোয়ালতোড় এই শালবনিরই অধীন। ঝাড়গ্রাম কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিরবাহা সরেনের নাম ঘোষণা হলেও, বিজেপি প্রার্থী এখনও ঠিক হয়নি। বামেরাও ঝাড়গ্রাম ফাঁকা রেখেই প্রার্থী তালিকা জানিয়েছে। এই অবস্থায় গোয়ালতোড় ব্লকে (গড়বেতা ২) তৃণমূলের প্রচার শুরু হয়েছে জোরকদমে। দেওয়াল লেখা চলছে। তাই প্রার্থীর নাম ঘোষণার আগেই দেওয়াল দখলে ঝাঁপিয়েছে লাল ও গেরুয়া শিবির। কোথাও দেওয়ালে চুন দিয়ে দলের কর্মীরা লিখছেন ‘সাইট ফর’, আবার বিজেপির পক্ষ থেকে প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখে প্রতীক এঁকে ভোটের লিখছে। আমলাশুলি, মাকলি, পিংবনি-সহ বিভিন্ন এলাকায় এখন এই ছবি। বিজেপির গোয়ালতোড় উত্তর মণ্ডলের সভাপতি উজ্জ্বল হাটুই বলেন, ‘‘প্রার্থীর নাম কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। তার আগে দেওয়াল ঘিরে চুন, প্রতীক এঁকে রাখছি।’’ আগে থেকে লিখছেন কেন? উজ্জ্বলের জবাব, ‘‘দেওয়াল ঘিরে না রাখলে আর পাওয়া যাবে না। তাই বাড়ি মালিকের অনুমতি নিয়েই দেওয়াল ‘বুক’ করে রাখছি।’’

একই সুরে গোয়ালতোড়ের সিপিএম নেতা তথা প্রাক্তন বিধায়ক কৃষ্ণপ্রসাদ দুলে বলেন, ‘‘দেওয়ালে সাইট ফর লিখে রাখছি, যাতে অন্য কোনও দল লিখে না দেয়। কিছু কিছু দেওয়াল লেখাও শুরু হয়েছে। প্রার্থী ঠিক হলেই লেখা সম্পূর্ণ হবে।’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

গত পঞ্চায়েত নির্বাচনে গোয়ালতোড় ব্লকে তৃণমূলের ফল আশানুরূপ হয়নি। দাগ কেটেছিল গেরুয়া শিবির। সম্প্রতি এলাকায় সিপিএমের কর্মসূচিও নজরে পড়ছে। দীর্ঘদিন বন্ধ থাকা পার্টি অফিস খুলছে প্রাক্তন শাসক। এ বারের লোকসভা নির্বাচনে এই ব্লক থেকে যতটা সম্ভব বেশি ভোট তোলাই লক্ষ্য বাম ও বিজেপি-র। তাই প্রার্থীর নাম ঘোষণা পর্যন্ত বসে না থেকে আগাম দেওয়াল দখল চলছে। যদিও তৃণমূলের জেলার কার্যকরী সভাপতি নির্মল ঘোষের কটাক্ষ, ‘‘দেওয়াল ঘিরলেও ভোটারদের হৃদয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জায়গা বিজেপি বা সিপিএম দখল করতে পারবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন