শিলাবতীর তীরে নায়কের যুদ্ধ-ঘাঁটি

৫ এপ্রিলের পরে দেব ঘাটাল শহরে থেকে টানা প্রচারে নামবেন। তখনই থাকবেন ঘাটাল শহরের কোন্নগরে শিলাবতী নদীর তীরে ‘রিভার ভিউ’ নামে বাড়িটিতে।

Advertisement

অভিজিৎ চক্রবর্তী 

শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৯ ০৯:৪৬
Share:

এই বাড়িতেই থাকবেন দেব।

ঘাঁটি বদল করলেন তারকা প্রার্থী। গত বার ভোট মরসুমে ঘাটালে তৃণমূল প্রার্থী দেবের আস্তানা ছিল ‘দেবালয়’। আর এ বার তাঁর ঠিকানা ঘাটাল শহরের ‘রিভার ভিউ’।

Advertisement

তৃণমূল সূত্রের খবর, ৫ এপ্রিলের পরে দেব ঘাটাল শহরে থেকে টানা প্রচারে নামবেন। তখনই থাকবেন ঘাটাল শহরের কোন্নগরে শিলাবতী নদীর তীরে ‘রিভার ভিউ’ নামে বাড়িটিতে। গতবার লোকসভা ভোটের আগে শহরের কুশপাতায় ‘দেবালয়’ নামে অন্য একটি বাড়িতে ছিলেন তিনি। তৃণমূল সূত্রে খবর, এ বার দেব নিজেই আর পুরনো ওই বাড়িতে থাকতে রাজি হননি। নদীর পাড়ে কোনও মনোরম বাড়িতে থাকার আবদার করেছিলেন নায়ক। সেই আর্জি মেনেই স্থানীয় তৃণমূল নেত্ব ঘাটাল শহরের কোন্নগরে শিলাবতী নদীর পাড়ের বাড়িটি ঠিক করেছেন দেবের জন্য।

ঘাটালে এ বার হাইভোল্টেজ লড়াই। তবে তারকা প্রার্থীর ঘর ঠিক হয়ে গেলেও অন্তত এ ব্যাপারে আপাতত পিছিয়ে আছেন প্রতিপক্ষ বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। বিজেপি সূত্রের খবর, তাঁর ঘরের খোঁজ চলছে। তবে ঘাটাল শহর থেকেই গোটা ভোট প্রক্রিয়া পরিচালনা করার ইচ্ছের কথা জানানালেও পাশাপাশি সবং-সহ অন্য এলাকাতেও ভারতী থাকবেন। যদিও ভোটের আগে সিংহভাগ সময় তিনি কাটাবেন ঘাটাল শহরেই। সেই মতো প্রাক্তন আইপিএস ভারতীর জন্য ঘাটালে ঘর দেখা শুরু হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহেই ভারতীর ঘরও চূড়ান্ত হয়ে যাবে।

Advertisement

এক দিকে দেব, অন্য দিকে ভারতী— ঘাটাল শহর জুড়ে এখন এই দু’টি নাম নিয়েই জোর চর্চা চলছে। তাঁরা শহরে থাকতে শুরু করলে লোকজন তাঁদের দেখতে ভিড় করবেন বলেই ধারণা। গতবারও দেবের দর্শন পেতে ভোর হলেই তাঁর বাড়ির সামনে ভিড় উপছে পড়ত। এ ক্ষেত্রে নিরাপত্তা আয়োজন জরুরি বিষয়। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ জানাচ্ছে, নির্বাচন কমিশনের নির্দেশ মেনে নিরাপত্তার যাবতীয় বন্দোবস্ত করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement