এমফিলের ফল বিদ্যাসাগরে

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ১৩টি বিভাগে এম ফিলের দ্বিতীয় সেমেস্টারের ফল প্রকাশিত হল সোমবার। এক অনুষ্ঠানে উপাচার্য রঞ্জন চক্রবর্তী এই ফল প্রকাশ করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৭ ০০:৪৪
Share:

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ১৩টি বিভাগে এম ফিলের দ্বিতীয় সেমেস্টারের ফল প্রকাশিত হল সোমবার।

Advertisement

এক অনুষ্ঠানে উপাচার্য রঞ্জন চক্রবর্তী এই ফল প্রকাশ করেন। তিনটি বিভাগের সফল পড়ুয়াদের হাতে মার্কশিট তুলে দেওয়া হয়। ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ামক সুব্রতকুমার দে জানান, এই ভাবে এক সঙ্গে ফল প্রকাশ এই প্রথম। এ বার থেকে এম ফিলের সব বিভাগের পরীক্ষার ফল এক সঙ্গেই প্রকাশিত হবে।

উপাচার্য জানান, সম্প্রতি কেন্দ্রীয় মানবসম্পদ বিকাশ দফতর সারা দেশের বিশ্ববিদ্যালয়ের যে ক্রমতালিকা প্রকাশ করেছেন, তাতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় রয়েছে ৮৭ নম্বরে। প্রথম একশোয় জায়গা করে নেওয়ার বিষয়টি যথেষ্ট আশাব্যঞ্জক বলেই মত উপাচার্যের। তিনি আরও জানান, সামনের বার দেশের প্রথম ৪০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা তাঁরা এখন থেকেই শুরু করে দিতে চান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement