শোভাযাত্রায় দুর্ঘটনা, মৃত বাজনদার

প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় চলাকালীন দুঘর্টনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার দুপুরে দাসপুর থানার ব্রাহ্মণবসান গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত মথুর দাস (৪০) ওই পুজো কমিটির শোভাযাত্রায় ব্যঞ্জো বাজাতে এসেছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঘাটাল শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৬ ০০:২৮
Share:

আহতেরা ভর্তি হাসপাতালে।

প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় চলাকালীন দুঘর্টনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার দুপুরে দাসপুর থানার ব্রাহ্মণবসান গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত মথুর দাস (৪০) ওই পুজো কমিটির শোভাযাত্রায় ব্যঞ্জো বাজাতে এসেছিলেন। তাঁর বাড়ি হুগলির খানাকুলে। ঘটনায় জখম হয়েছেন পাঁচ মহিলা-সহ

Advertisement

আরও আট জন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকেই ব্রাহ্মণবসান সবর্জনীন পুজো কমিটির প্রতিমা বিসর্জনের প্রস্তুতি চলছিল। মণ্ডপে ভিড় জমিয়েছিলেন গ্রামের বাসিন্দারা। সিঁদুর খেলা ও নানা রকমের অনুষ্ঠানও চলছিল। বেলা ১২টা নাগাদ ঢাক, ব্যাঞ্জো-সহ একটি শোভাযাত্রা বের হয়। পিকআপ ভ্যানে প্রতিমা তুলে কংসাবতীর ঘাটের দিকে রওনা দেয় শোভাযাত্রা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গ্রাম থেকে আধ কিলেমিটারের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে পিক-আপ ভ্যানটি সামনের একটি ট্রলিতে ধাক্কা মারে। ওই ট্রলিতে মথুরবাবু একাই ছিলেন। ট্রলিটি উল্টে যেতেই তিনি গাড়ির চাকায় পিষ্ট হন। ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। পাঁচজন মহিলা-সহ অন্য জখমদের দাসপুর ও ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়।

Advertisement

দাসপুর-১ ব্লকের সরবেড়িয়া পঞ্চায়েতের ওই গ্রামে স্থানীয় যুবক ও মহিলাদের উদ্যেগেই পুজো শুরু হয়েছিল পাঁচ বছর আগে। প্রতি বছরই প্রতিমা বিসর্জনের দিন মণ্ডপে সিঁদুর খেলায় মেতে উঠেন মহিলারা। ব্যান্ড, ব্যঞ্জো নিয়ে শোভাযাত্রাও হয়। এ দিনও প্রথমে একটি ট্রলিতে করে নানা ধরনের বাদ্যযন্ত্র নিয়ে যাচ্ছিলেন বাদকরা। তারপরই ছিলেন মহিলারা। একেবারে পিছনে ছিল পিক-আপ ভ্যানটি। দুর্ঘটনার পরই সমস্ত অনুষ্ঠান বাতিল করে দেন উদ্যোক্তারা। দাসপুর থানা এলাকায় অন্যান্য পুজো কমিটির বিসর্জনের সময় ব্যাপক পুলিশ মোতায়েন করে জেলা পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন