বৌভাতের আসরে শ্রদ্ধা জওয়ানদের

এক সেনাকর্মীর বৌভাতের অনুষ্ঠানে শ্রদ্ধা জানানো হল পুলওয়ামায় নিহত জওয়ানদের। ঘটনাস্থল পটাশপুর ১ ব্লকের মনীনাথপুর গ্রাম। শুক্রবার এই গ্রামের বাসিন্দা সেনাকর্মী অতনু মিশ্রের বৌভাতের প্রীতিভোজের অনুষ্ঠান ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পটাশপুর ও রামনগর শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:০৮
Share:

ফাইল চিত্র।

এক সেনাকর্মীর বৌভাতের অনুষ্ঠানে শ্রদ্ধা জানানো হল পুলওয়ামায় নিহত জওয়ানদের। ঘটনাস্থল পটাশপুর ১ ব্লকের মনীনাথপুর গ্রাম। শুক্রবার এই গ্রামের বাসিন্দা সেনাকর্মী অতনু মিশ্রের বৌভাতের প্রীতিভোজের অনুষ্ঠান ছিল। সেখানে আত্মীয়, বন্ধু, পাড়া-প্রতিবেশীদের সঙ্গে আমন্ত্রিত ছিলেন বেশ কয়েকজন সেনাকর্মীও। প্রীতিভোজের আগে নবদম্পতির ডাকে সাড়া দিয়ে সকলেই নিহত জওয়ানদের স্মৃতিতে শ্রদ্ধা জানান। এক মিনিট নীরবতা পালন করা হয়।

Advertisement

কাশ্মীরের পুলওয়ামায় নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে রবিবার রামনগর বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে মৌন মিছিল হয়। এদিন সকালে রামনগর বাসস্ট্যাণ্ড থেকে ঠিকরা পর্যন্ত মৌন মিছিল করা হয়।এরপর রামনগর বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক নিতাই চরণ সার, সভাপতি পঙ্কজ মহাপাত্র প্রমুখ। রামনগর ভগিনী নিবেদিতা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির উদ্যোগে এ দিন নিহত জওয়ানদের শ্রদ্ধা জানাতে মৌন মিছিল হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন