Murder Case

সাত বছর আগে শ্যালিকা-শাশুড়িকে কুপিয়ে খুন! সেই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা দিল মেদিনীপুর আদালত

পুলিশ সূত্রে খবর, ৯০ দিনের মধ্যেই ওই খুনের ঘটনায় চার্জশিট পেশ করা হয়েছিল। পুলিশের চার্জশিটের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে শুরু হয় বিচারপ্রক্রিয়া। বিচার চলাকালীন ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণও করে আদালত।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ২৩:২০
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

জমি নিয়ে বিবাদ ছিল দীর্ঘ দিনের। সেই বিবাদের জেরেই শ্যালিকা এবং শাশুড়িকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছিল মেদিনীপুর কোতয়ালি থানার এলাকার বাসিন্দা রূপনারায়ণ সিংহের বিরুদ্ধে। ২০১৮ সালের সেই খুনের ঘটনায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল মেদিনীপুর আদালত। যাবজ্জীবন সাজা শোনালেন বিচারক সেলিম শাহি।

Advertisement

আদালত সূত্রে খবর, রূপনারায়ণের সঙ্গে তাঁর শ্যালিকা শেফালি দত্ত এবং শাশুড়ি রেখা দত্তের বিবাদ ছিল অনেক দিন ধরেই। তার মধ্যেই খুন হয়ে যান শেফালি এবং রেখা। খুনের ঘটনাটি ঘটে ২০১৮ সালের ২০ মার্চ। খুনের অভিযোগ ওঠে জামাই রূপনারায়ণের বিরুদ্ধে। অভিযোগ, ধারালো অস্ত্র নিয়ে শাশুড়ি এবং শ্যালিকার উপর চড়াও হয়েছিলেন রূপনারায়ণ। কুপিয়ে খুন করেন। তবে খুনের পরই কোতয়ালি থানায় গিয়ে আত্মসমর্পণও করেছিলেন তিনি। তাঁকে গ্রেফতার করা হয় ঘটনার দিনই।

পুলিশ সূত্রে খবর, ৯০ দিনের মধ্যেই ওই খুনের ঘটনায় চার্জশিট পেশ করা হয়েছিল। সেই চার্জশিটে রূপনারায়ণকেই একমাত্র অভিযুক্ত হিসাবে উল্লেখ করা হয়। পুলিশের চার্জশিটের ভিত্তিতে তার পরে রূপনারায়ণের বিরুদ্ধে চার্জগঠন করে শুরু হয় বিচারপ্রক্রিয়া। বিচার চলাকালীন ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণও করে আদালত। গোটা বিচারপ্রক্রিয়া শেষে সোমবার মেদিনীপুর জেলা আদালতের বিচারক অভিযুক্ত রূপনারায়ণকে শ্যালিকা এবং শাশুড়িকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত করেন।

Advertisement

মেদিনীপুর আদালতের সরকারি আইনজীবী দেবাশিস মাইতি জানান, শ্যালিকাকে খুন করার জন্য রূপনারায়ণকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সঙ্গে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়। আর শাশুড়িকে খুন করার জন্য ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে আদালত। এ ছাড়া, মৃতের পরিবারকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement