আইসিএসই, আইএসসি পরীক্ষায় ভাল ফল করল মেদিনীপুরের বিদ্যাসাগর শিশু নিকেতন। ৬৬ জন পরীক্ষার্থীর সকলেই উত্তীর্ণ হয়েছে। ২৮ জন ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে। সর্বোচ্চ উঠেছে ৯৭.৮ শতাংশ। এই স্কুল থেকে ৫২ জন আইএসসি পরীক্ষা দিয়েছিল। সকলেই উত্তীর্ণ হয়েছে। বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ নম্বর ৯৫ শতাংশ, বাণিজ্যে ৯২.৩ শতাংশ ও কলা বিভাগে ৮৮.৫ শতাংশ। আইসিএসই-তে ৯৭ শতাংশ নম্বর পেয়েছে খড়্গপুর সেন্ট অ্যাগনেস স্কুলের দেবর্ণা ভট্টাচার্য। সেক্রেড হার্ট স্কুলের অভয় অগ্রবাল ৯৬ শতাংশ নম্বর পেয়েছে।