পুলিশি সক্রিয়তার দাবিতে স্মারকলিপি

ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ অব্যাহত। তৃণমূলের সন্ত্রাসে বহু বাম কর্মী-সমর্থক ঘরছাড়া বলে অভিযোগ। রবিবার পুলিশি সক্রিয়তার দাবি জানিয়ে সবং থানায় স্মারকলিপি জমা দিল বামেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৬ ০১:০১
Share:

ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ অব্যাহত। তৃণমূলের সন্ত্রাসে বহু বাম কর্মী-সমর্থক ঘরছাড়া বলে অভিযোগ। রবিবার পুলিশি সক্রিয়তার দাবি জানিয়ে সবং থানায় স্মারকলিপি জমা দিল বামেরা।

Advertisement

গত ৯ এপ্রিল দুবরাজপুরে তৃণমূল কর্মী জয়দেব জানা খুন হন। ঘটনার পর থেকেই এলাকার ২২ জন বাম কর্মী ঘরছাড়া বলে অভিযোগ। বামেদের দাবি, তৃণমূলের সন্ত্রাসের কারণে দলের কর্মীরা ঘরে ফিরতে পারছে না। ভেমুয়া ও মোহাড়ের বিভিন্ন এলাকায় বাম ও কংগ্রেস কর্মীদের ওপর তৃণমূলের লোকেরা অত্যাচার চালাচ্ছে বলেও অভিযোগ।

অভিযোগ, গত শুক্রবার রাতেও দুবরাজপুরে কয়েকজন বাম কর্মীর বাড়িতে তৃণমূলের লোকেরা ভাঙচুর চালায়। সবংয়ের নেতা তথা সিপিএমের জেলা কমিটির সদস্য অমলেশ বসু বলেন, “দুবরাজপুরে আমাদের কর্মীরাও ঘরে ফিরতে পারছে না।’’ তাঁর অভিযোগ, ‘‘পুলিশি সক্রিয়তার দাবিতে আমরা স্মারকলিপি জমা দিয়েছি।”

Advertisement

এ দিন খড়্গপুরের এসডিপিও কার্তিক মণ্ডল বলেন, “শনিবারই দুবরাজপুরে পুলিশ পিকেট বসানো হয়েছে। কেউ যদি এলাকায় ফিরতে চায় সে ক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা নয়। তারপরেও কোনও সমস্যার কথা আমাদের জানালে নিশ্চয় ব্যবস্থা নেওয়া হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement