Migrant Workers

পরিযায়ীদের গলায় ‘জনগণমন’

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদহ থেকে আসা ৩৩ জন শ্রমিক চন্দ্রকোনা রোডের পাওয়ার গ্রিড প্রকল্পে কাজ করতেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মে ২০২০ ০৪:০৮
Share:

গলা মেলাচ্ছেন সবাই। নিজস্ব চিত্র

পুলিশ-প্রশাসনের আধিকারিকদের সঙ্গে গলা মিলিয়ে জাতীয় সঙ্গীত গাইলেন পরিযায়ী শ্রমিকেরা। গেয়ে উঠলেন ‘আমরা করবো জয়’। রবিবার সকালে চন্দ্রকোনা রোড এলাকার পরিযায়ী শ্রমিকদের সরকারি বাসে করে তাঁদের জেলা মালদহে ফেরত পাঠানো হয়। শনিবার রাতে চন্দ্রকোনা রোড সারদাময়ী হাইস্কুলে এনে রাখা হয়েছিল তাঁদের। সেখানেই কোরাসে গলা মেলান সবাই।

Advertisement

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদহ থেকে আসা ৩৩ জন শ্রমিক চন্দ্রকোনা রোডের পাওয়ার গ্রিড প্রকল্পে কাজ করতেন। কুবাই ব্রিজ সংলগ্ন এলাকায় মালদহ জেলার আরও ২৫ শ্রমিক ছিলেন। ওই দুই জায়গা থেকে মোট ৫৮ জন পরিযায়ী শ্রমিককে শনিবার সন্ধ্যায় চন্দ্রকোনা রোড সারদাময়ী হাইস্কুলে এনে রাখা হয়। সেখানে তাঁদের শরীরের তাপমাত্রা মাপেন স্বাস্থ্যকর্মীরা। চন্দ্রকোনা রোড ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় ভাত ও ডিমের ঝোল খাওয়ানো হয়। স্কুল ক্যাম্পাসের মধ্যেই সামাজিক দূরত্ব মেনে সার দিয়ে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত ও ‘আমরা করব জয়’ গেয়ে ওঠেন ওই শ্রমিকেরা। তাতে পঞ্চায়েত সমিতির সভাপতি আকাশদীপ সিংহ, কৃষি কর্মাধ্যক্ষ জ্ঞানাঞ্জন মণ্ডল, উপস্থিত পুলিশ ও ব্লক প্রশাসনের প্রতিনিধিরাও গলা মেলান। গানের পরে মণিরুল শেখ, সাহিন আখতার, শেখ মুজিবুর রহমানেরা বলে ওঠেন, ‘‘ফের সব কিছু স্বাভাবিক হবে। তখন ফের কাজের তাগিদে এখানে আসব।’’

রবিবার অবশ্য ৫৮ জনেরই যাওয়া হয়নি। বিধির গেরোয় আটকে যান ১০ জন। বাসে সামাজিক দূরত্ব মেনে বসার ব্যবস্থা হওয়ায় ৪৮ জনের জায়গা হয়। পঞ্চায়েত সমিতির সভাপতি আকাশদীপ সিংহ বলেন, ‘‘যাঁরা এ দিন ফিরতে পারলেন না, তাঁদেরও দ্রুত ফেরানোর ব্যবস্থা হচ্ছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement