TMC

‘মীরজাফর সাবধান, দাদা আসছে’, জেলবন্দি বিজেপি নেতাকে নিয়ে পোস্টার মেদিনীপুরে

পোস্টারে যাঁর ছবি, সেই বিজেপি নেতা তথা পাঁশকুড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান আনিসুর রহমান বর্তমানে বিচারাধীন বন্দি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২১ ১৬:৩৯
Share:

আনিসুর রহমানকে নিয়ে এই সেই পোস্টার। নিজস্ব চিত্র

মেদিনীপুর শহরের বিভিন্ন রাস্তায় রহস্যময় পোস্টার। রবিবার সেই পোস্টারকে ঘিরে জল্পনা ছড়াল ডালপালার মতো, দিনভর।

Advertisement

পোস্টারে মোবাইল হাতে, গগলস পরা এক যুবকের ছবি। তার নীচে লেখা— ‘মীরজাফর সাবধান, দাদা আসছে’। সাতসকালে এমন পোস্টার শহর জুড়ে যেমন চমক তৈরি করেছে তেমনই জাগিয়ে তুলেছে অনুসন্ধিৎসাও, ‘‘পোস্টারে কার ছবি?’’

পোস্টারে যাঁর ছবি, সেই বিজেপি নেতা তথা পাঁশকুড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান আনিসুর রহমান বর্তমানে বিচারাধীন বন্দি। ঘটনাচক্রে তিনি এখন রয়েছেন মেদিনীপুরে শহরের কেন্দ্রীয় সংশোধনাগারেই।

Advertisement

এক সময় সিপিএমের হাত ধরে রাজনীতিতে হাতে খড়ি হয়েছিল আনিসুরের। ২০০৬ সালে বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে অভিযোগের জেরে দল থেকে বহিষ্কৃত হন আনিসুর। পরে তিনি তৃণমূলে যোগ দেন। আনিসুর নামের সঙ্গে পরিচিত ছিলেন তৃণমূলের শীর্ষনেতারাও। কিন্তু নানা কারণে সে সময় তৃণমূলে থাকা শুভেন্দু অধিকারীর সঙ্গে আনিসুরের দূরত্ব বাড়তে শুরু করেছিল। দলীয় নির্দেশের বিরুদ্ধে গিয়ে পাঁশকুড়ার পুরপ্রধান হওয়ায় নেতৃত্বের কোপে পড়েন আনিসুর। ৬ বছরের জন্য তাঁকে সাসপেন্ড করে দল। পরে পুরপ্রধান পদ থেকেও সরতে হয়। তবে তা নিয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। এই পরিস্থিতির মধ্যেই বিজেপিতে যোগ দেন আনিসুর। দলবদলের কিছু দিনের মধ্যেই ওই বিজেপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। যদিও সেই মামলায় জামিন পান তিনি। কিন্তু গত বছর ৭ অক্টোবর পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মাইশোরায় দলীয় কার্যালয়ে দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূলের পাঁশকুড়া ব্লক কার্যকরী সভাপতি তথা পাঁশকুড়া-১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কুরবান শা। সেই হত্যাকাণ্ডে অভিযুক্ত আনিসুর এখন জেলবন্দি।

পোস্টারে ‘দাদা’ বলতে কাকে বোঝানো হচ্ছে তা স্পষ্ট। কিন্তু‘মীরজাফর’ কে? তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর, সম্প্রতি ডায়মন্ডহারবারের সভা থেকে শুভেন্দুকে ‘মীরজাফর’ বলে কটাক্ষ করেছিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘটনাচক্রে আনিসুরও পূর্ব মেদিনীপুরেরই বাসিন্দা। তৃণমূলে থাকাকালীন শুভেন্দুর বিপরীত মেরুতেই অবস্থান ছিল আনিসুরের— এমনটাই জোড়াফুল শিবিরের একটি মহলের বক্তব্য। কিন্তু সেই শুভেন্দু এখন বিজেপিতে। তবে কি আনিসুর যোগ দিচ্ছেন তৃণমূলে? তাঁর ছবি দেওয়া পোস্টারে কি সেই ইঙ্গিত নিহিত? তাই কি তিনি যে শহরে বন্দি রয়েছেন সেই মেদিনীপুরেই দেওয়া হল এই পোস্টার? আনিসুর কি জেল থেকে ছাড়া পেতে চলেছেন? একই সঙ্গে উচ্চারিত হচ্ছে এতগুলি প্রশ্ন। আনিসুরের জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেছেন তাঁর আইনজীবী। এই খবরও ইন্ধন জুগিয়েছে তাঁকে নিয়ে জল্পনায়। নন্দীগ্রাম আন্দোলনের সময় পূর্ব মেদিনীপুরে তৃণমূলের অন্যতম নেতা ছিলেন আনিসুর। সম্প্রতি আনিসুরের ফেসবুক প্রোফাইল থেকে একটা ছবি পোস্ট করা হয় যা নিয়ে জল্পনা আরও জোরদার হয়েছে। নন্দীগ্রাম আন্দোলনের সময়কার ওই ছবিতে দেখা গিয়েছে, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মোটরবাইকে করে নিয়ে যাচ্ছেন আনিসুর। যদিও আনিসুরের ঘনিষ্ঠদের বক্তব্য, তিনি এখন জেলে।

কাদের তরফে এই পোস্টার? এ নিয়ে প্রশ্ন এড়িয়ে গিয়েছেন জেলার তৃণমূল নেতারা। বিজেপিও আনিসুরকে নিয়ে এখনই কিছু বলতে নারাজ। তবে রাস্তার মোড়ে মোড়ে এই নয়া পোস্টারে যে নতুন রহস্য লুকিয়ে তা মনে করছেন অনেকেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন