টিএমসিপির ইউনিট আহ্বায়ক

পুরসভার ভোটে দল বিরোধী কাজের অভিযোগে তৃণমূল ছাত্র পরিষদের তমলুক কলেজ ইউনিটের সভাপতি সৌমেন চক্রবর্তীকে তাঁর পদ থেকে অপসারণের ঘোষণা করা হয়েছিল আগেই। সৌমেনবাবুকে তাঁর পদ থেকে অপসারণের প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত কলেজের ছাত্র সংসদ সদস্যরা ১১ দিন ধরে অনশন করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মে ২০১৫ ০০:০৫
Share:

পুরসভার ভোটে দল বিরোধী কাজের অভিযোগে তৃণমূল ছাত্র পরিষদের তমলুক কলেজ ইউনিটের সভাপতি সৌমেন চক্রবর্তীকে তাঁর পদ থেকে অপসারণের ঘোষণা করা হয়েছিল আগেই। সৌমেনবাবুকে তাঁর পদ থেকে অপসারণের প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত কলেজের ছাত্র সংসদ সদস্যরা ১১ দিন ধরে অনশন করেন। তবে বুধবার তৃণমূল ছাত্র পরিষদের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি দীপক দাস বুধবার জানান, ‘‘সংগঠনের তমলুক কলেজ ইউনিট সভাপতি পদ থেকে সৌমেন চক্রবর্তীকে অপসারণের সিদ্ধান্তের পর সংগঠনের তমলুক কলেজ ইউনিটের যুগ্ম আহ্বায়ক করা হয়েছে কৌশিক বসু ও শেখ রহমতুল্লাকে।’’

Advertisement

বাল্যবিবাহ বন্ধ। চোদ্দো বছরের কিশোরীর বিয়ে হচ্ছিল। স্থানীয় সূত্রে জানতে পারে চাইল্ড লাইন। তারপরই থানা ও ব্লক প্রশাসনকে জানান। তাঁদের সাহায্যে গ্রামে পৌঁছয় চাইল্ড লাইন। পাত্র ও পাত্রী-উভয়পক্ষকে বুঝিয়ে বিয়ে বন্ধ করেন। বুধবার ঘটনাটি ঘটেছে পিংলা থানা
এলাকার গ্রামে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement