হেলমেট নিয়ে নেই মাথাব্যথা

মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, হেলমেট ছাড়া বাইকের তেল মিলবে না। মফস্সলে সে নিয়মের প্রয়োগ নেই। উল্টে, শহরের রাস্তায় যে সব মোটরবাইকের ছড়াছড়ি, তার প্রায় সব সওয়ারিরই হেলমেট নেই। এমনকী স্ত্রী, সন্তানদের মাথার দামও নেই বাইক আরোহীদের কাছে। কিন্তু কেন হেলমেটে এত অনীহা? মেদিনীপুর-খড়্গপুর দুই শহর ঘুরে সেই প্রশ্নের জবাব খুঁজলেন বরুণ দে ও দেবমাল্য বাগচী।

Advertisement
শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৬ ০৩:২২
Share:

মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, হেলমেট ছাড়া বাইকের তেল মিলবে না। মফস্সলে সে নিয়মের প্রয়োগ নেই। উল্টে, শহরের রাস্তায় যে সব মোটরবাইকের ছড়াছড়ি, তার প্রায় সব সওয়ারিরই হেলমেট নেই। এমনকী স্ত্রী, সন্তানদের মাথার দামও নেই বাইক আরোহীদের কাছে। কিন্তু কেন হেলমেটে এত অনীহা? মেদিনীপুর-খড়্গপুর দুই শহর ঘুরে সেই প্রশ্নের জবাব খুঁজলেন বরুণ দে ও দেবমাল্য বাগচী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement