SIR

ভোটার তালিকায় ‘মৃত’! এনুমারেশন ফর্ম পেলেন না কেশিয়াড়ির বৃদ্ধা, পদক্ষেপের আশ্বাস প্রশাসনের

কেশিয়াড়ি ৭ নম্বর পঞ্চায়েতের অরঙ্গাবাদ এলাকার ভোটার সাবিত্রী। তিনি গত লোকসভা এবং পঞ্চায়েত নির্বাচনে ভোট দিলেও পরবর্তী ভোটার তালিকায় নাম নেই।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ২০:৩২
Share:

কেশিয়ারিতে এনুমারেশন ফর্ম পাননি বলে অভিযোগ বৃদ্ধার। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

জীবিত বৃদ্ধা ভোটার তালিকায় ‘মৃত’! ২০২৫ সালের ভোটার তালিকায় নাম নেই সাবিত্রী সিংহের। তাই পাননি এনুমারেশন ফর্ম। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বিএলও বাড়িতে গিয়ে বৃদ্ধার পুত্র-পুত্রবধূকে ফর্ম দিলেও বৃদ্ধাকে দেননি। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি-৭ গ্রাম পঞ্চায়েতের ঘটনা।

Advertisement

বৃদ্ধা ছুটে যান কেশিয়াড়ি ৭ নম্বর অঞ্চলে তৃণমূলের তৈরি ভোট সুরক্ষা শিবিরে। তাঁর অভিযোগ, তিনি সেখানে গিয়ে দেখেন, ২০২৫ সালের ভোটার তালিকায় তাঁকে ‘মৃত’ দেখানো। ভোটার তালিকায় নাম সংশোধনের বিষয়ে সমস্যায় পড়েছেন বৃদ্ধা। প্রশাসন জানাচ্ছে, কোনও কারণে বৃদ্ধার নাম তালিকা থেকে মুছে গিয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

জানা গিয়েছে, কেশিয়াড়ি ৭ নম্বর পঞ্চায়েতের অরঙ্গাবাদ এলাকার ভোটার সাবিত্রী। তিনি গত লোকসভা এবং পঞ্চায়েত নির্বাচনে ভোট দিলেও পরবর্তী ভোটার তালিকায় নাম নেই। ফলে এনুমারেশন ফর্ম পাননি তিনি। সাবিত্রীর কথায়, ‘‘সরকারি পরিষেবা, বার্ধক্য ভাতা, রেশন পাচ্ছি। এরপর কী হবে জানি না।’’ পঞ্চায়েত এলাকায় তৃণমূলের তৈরি বাংলার ভোট সুরক্ষা শিবিরে গিয়ে কেশিয়াড়ির তৃণমূল নেতা ফটিক রঞ্জন পাহাড়িকে বিষয়টি জানান। তিনি জানান, কী ভাবে এই কাণ্ড হল, তা খোঁজ নিয়ে দেখতে হবে। এলাকার বিএলও তথা বুথ লেভেল অফিসার শ্রীমতী পাতর গুচ্ছাইত জানান, কোনও কারণে সাবিত্রীর নামটি তালিকায় নেই। তিনি এখন আগের ঠিকানায় থাকেন না। তাই সমস্যা। সাবিত্রীর পরিবার জানিয়েছে, দু’বছর আগে তিনি থাকতেন কাশীপুর এলাকায়। পরে তিনি ছেলে প্রহ্লাদের কাছে সুজাপুরে চলে আসেন। স্থান পরিবর্তনের পরে আগের ভোটার তালিকা থেকে তার নাম বাতিল হয়ে গিয়েছে। দু’টি বুথ আলাদা। ব্লক প্রশাসন জানাচ্ছে, নতুন করে ৬ নম্বর ফর্ম পূরণ করলে ফের নতুন তালিকায় নাম নথিভুক্ত হয়ে যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement